Breaking News

রাজশাহীর চারঘাটে জমে উঠেছে শীতের পুরাতন কাপড় বিক্রি

নিউজবাংলা- ১৪ নভেম্বর,শনিবার:

ইসাহাক আলী শেখ, চারঘাট(রাজশাহী)থেকে:

শীতের আগমনী বার্তায় রাজশাহীর চারঘাটে জমে উঠেছে শীতের পুরাতন কাপড় বিক্রি। রাস্তার ধারে পরিত্যাক্ত স্থানে ও বিভিন্ন বন্ধ দোকানের সামনে পুরাতন কাপড়ের পসরা বসিয়েছে দোকানীরা।

এছাড়াও অনেকে পরিত্যাক্ত স্থানে বাশের চাটায় দিয়ে ঘিরে কোন ভাবে ব্যবসা পরিচালনা করছেন। আর এসব দোকানীদের সারা বছর দেখা না মিললেও শীতের আগমনী বার্তায় দেখা মেলে এদের। বছরের বেশীর ভাগ সময় তারা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও শীতের প্রায় ৪/৫ মাস তারা ফুটপাতে পুরাতন কাপড় বিক্রি করে তাদের সংসার চালান। আর এ সব ফুটপাতের কাপড় বিক্রেতাদের কদর সব চেয়ে বেশী ছিন্ন্যমুল মানুষের নিকট। ছিন্ন্যমুল মানুষেরা বড় বড় মার্কেটে তাদের চাহিদা মোতাবেক কাপড় কিনতে না পারায় তারা ভীর জমায় এসকল ফুটপাতের দোকানে। ফলে বছরের প্রায় ৪/৫ মাস এসব ফুটপাতের কাপড় ব্যবসায়ীরাও স্বচ্ছলতার সঙ্গে তাদের স্ত্রী সন্তানদের নিয়ে সুখেই দিন পার করে থাকেন। উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ বাজারে বসেছে পুরাতন কাপড় বিক্রির দোকান। আর এসব কাপড় বিক্রেতার সঙ্গে কথা বলে জানাগেছে, বছরের ৪/৫ এ ব্যবসা করে ভালো ভাবেই সংসার চলে। উপজেলার হলিদাগাছী বাজারের ফুটপাতের কাপড় বিক্রেতা আশরাফ আলী বলেন, বছরের অন্যান্য সময় আমি রিক্সা চালিয়ে সংসার চালায়। কিন্তু শীতের আগমন টের পেলেই আমি নাটোর থেকে পুরাতন কাপড় কিনে এনে ভ্যানে করে বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকি। এতে আমি শীতের ৪/৫ মাস সময় ভালো ভাবে সংসার চালাতে পারি। তা ছাড়া সকাল নয় টার দিকে বাড়ী থেকে বের হয়ে বিভিন্ন পাড়া মহল্লায় বেচা বিক্রি করে আবার সন্ধ্যা লাগার আগেই বাড়ী ফিরে আসি। এতে আমার তেমন একটা কষ্ট লাগে না। তা ছাড়া এ ব্যবসায় বেশী পুজি বিনিয়োগ করতে হয়না। অল্প টাকা পুজি লাগালেই ব্যবসা করা যায়। তার মত অনেকেই বলেন এমন কথা। বছরের প্রায় সময় বিভিন্ন কাজে থাকলেও শীতের সময় এই ব্যবসা অনেকটা লাভ জনক। তাছাড়া লোকসান হওয়ার ভয় থাকে কম। সারদা বাজারে পুরাতন কাপড় কিনতে আসা চক গোচর গ্রামের রিক্সা চালাক মতিন বলেন, আমরা গরীব মানুষ। তাই বড় বড় মার্কেটে গিয়ে কাপড় কিনতে পারিনি। তাই ফুটপাতে এসে বাচ্চাদের শীত নিবারনের কাপড় কিনছি। তিনি আরো বলেন, বড় বড় মার্কেটে পোষাক আসাকের যে, দাম তাতে আমাদের মত গরীব মানুষের শীত নিবারন করা কঠিন । শুধু এই পুরাতন কাপড় বিক্রি দোকান আছে বলে আমার মত অনেক গরীব মানুষ আজ শীত নিবারনের কাপড় কিনতে সক্ষম হচ্ছে। তা না হলে মীতের চরম কষ্ট পেতে হতো। চারঘাটের রুবেল জানান, পুরাতন কাপড় বিক্রি দোকানেও ভালো ভালো পোষাক পাওয়া যায়। যে সকল দোকানীরা চট্রগাম থেকে পুরাতন কাপড় কিনে আনেন, তাদের নিকট আধুনিক পোষাকও কম দামে কেনা যায়। তাই এসব দোকানে ভির থাকে শীতের সময় বেশী। রুবেল বলেন, প্রতি বছরই পুরাতন শীতের কাপড় বিক্রি দোকানে বিকেল থেকে ভীর হয় অনেক বেশী। সব মিলিয়ে শীতের আগমনী বার্তায় চারঘাটে জমে উঠেছে পুরাতন কাপড় বিক্রি।

নিউজবাংলা/একে

 

Share This:

Comments

comments

Next: পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন ডিসেম্বরে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*