Breaking News
  • সাকা-মুজাহিদের আপিল বিভাগের ফাঁসির রায়ই বহাল,
  • নাটোরে আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্টের সেমিফাইনালে উঠল অর্থনীতি ও ইসলামে ইতিহাস বিভাগ
  • বিশ্বনাথে কলেজ ছাত্রের উপর হামলা ও বিষ পান করিয়ে হত্যার চেষ্টার ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
  • বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতাকে সংবর্ধনা
  • রাজাপুরে তিন গাঁজা সেবিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

রাণীনগরে নবান্ন উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত

নিউজবাংলা- ১৬ নভেম্বর,সোমবার:

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা :
নওগাঁর রাণীনগরে দিনব্যাপী গ্রাম বাংলার হাজার বছরের প্রাণের ঐতিহ্য নবান্ন উৎসব উদযাপন উপলক্ষে পিঠা মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সকাল ১০টায় রাণীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নবান্ন উৎসব উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার সোনিয়া বিন্তে তাবিব এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস্। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান খাঁন, উপজেলা প্রকৌশলী আবু মো: শফিউল আযম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম গোলাম সারওয়ার, প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান, ডাঃ মুনীর আলী আকন্দ প্রমুখ। অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলার পল্লী উন্নয়ন ভবনে সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হরেক রকমের সুস্বাদু পিঠা তৈরি করে দিন ব্যাপী এক পিঠা মেলার আয়োজন করে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ঠাকুরগাঁওয়ে মিলেনিয়াম টিভির ২য় বর্ষপূর্তি উদযাপন
Next: নীলফামারীতে জেলা ছাত্রলীগের উদ্দ্যেগে এস.এস,সি পরীক্ষার্থীদের ফ্রি কোচিং সুবিধার ব্যাবস্থা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*