নিউজবাংলা- ১৬ নভেম্বর,সোমবার:
সাখাওয়াত হোসেন সাখা:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চেংটাপাড়া গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার রাতে ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নেয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ওই গ্রামের নঈমদ্দিন এর বাড়ীতে ১০/১২ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। গৃহকর্তা নঈমদ্দিনের স্ত্রী ও ছেলের বউসহ বাড়ির সবাইকে বেঁেধ ও মারধর করে পরে ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নেই। এ ব্যাপারে রৌমারী থানার অফিসার্চ ইনচার্জ (ওসি) এবি সাজেদুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডাকাতির ঘটনার কোন অভিযোগ তিনি পাননি।
নিউজবাংলা/একে
Comments
comments