Breaking News
  • সাকা-মুজাহিদের আপিল বিভাগের ফাঁসির রায়ই বহাল,
  • নাটোরে আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্টের সেমিফাইনালে উঠল অর্থনীতি ও ইসলামে ইতিহাস বিভাগ
  • বিশ্বনাথে কলেজ ছাত্রের উপর হামলা ও বিষ পান করিয়ে হত্যার চেষ্টার ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
  • বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতাকে সংবর্ধনা
  • রাজাপুরে তিন গাঁজা সেবিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

লোকাল ট্রেনে গান গেয়ে সাহায্য তুললেন অমিতাভ

নিউজবাংলা- ১৬ নভেম্বর, সোমবার:

ঢাকা: বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন। আর সেই শাহেন শাহ নাকি লোকাল ট্রেনে চড়ে গান গেয়ে সাহায্য চাচ্ছেন! এ কথা কার বিশ্বাস হবে? নিশ্চয় আপনার চোখ জোড়াও কপালে উঠে গেছে এতক্ষণে? তবে এটাই সত্য যে, বলিউডের অভিনেতা শাহেন শাহ অমিতাভ বচ্চন সম্প্রতি মুম্বাইয়ের লোকাল ট্রেনের যাত্রী হয়েছিলেন।

কিন্তু দামি গাড়ি, নিরাপত্তার জন্য দেহরক্ষী; এসব ফেলে আমজনতার ভিড়ে এই তারকা অভিনেতা হঠাৎ​ মুম্বাইয়ের লোকাল ট্রেনে উঠে এলেন। এই ট্রেনের এক যাত্রী জানালেন এর উত্তর। তার নাম সৌরভ নিম্বকার। সৌরভ প্রত্যহ মুম্বাইয়ের লোকাল ট্রেনে উঠে গরিব ক্যানসার রোগীদের সহায়তা করার জন্য গিটার বাজিয়ে গান করেন আর যাত্রীদের দেওয়া অর্থ সংগ্রহ করেন। সম্প্রতি অমিতাভ বচ্চন সৌরভের এই উদ্যোগে অংশ নেওয়ার জন্যই মুম্বাইয়ের লোকাল ট্রেনে উঠেছিলেন। অমিতাভ বচ্চনের রিয়েলিটি শো ‘আজ কি রাত জিন্দেগি’-এর সুবাদে সৌরভকে এখন কমবেশি সবাই চেনেন। আর মুম্বাইয়ে লোকাল ট্রেনের যারা নিয়মিত যাত্রী, তারাও সবাই চেনেন সৌরভকে। দিনটি ছিল রোববার। প্রতিদিনের মতোই সৌরভ ট্রেনে উঠে তার গিটারের তারে ঝংকার তুলেছিলেন। কিন্তু হঠাৎই কারও হাতের তালির সংগতে সৌরভ সেদিকে তাকিয়ে দেখেন তার বাজনার সঙ্গে ৭৩ বছর বয়সী যে মানুষটি তাল ধরেছেন তিনি আর কেউ নন! বলিউডের তারকা অমিতাভ বচ্চন। এরপর রোববারের এই আটপৌরে ছুটির দিনটি যে সৌরভের কাছে বিশেষ একটি দিনে পরিণত হয়েছিল তা বলাই বাহুল্য। অমিতাভ বচ্চনের এই লোকাল ট্রেনে ওঠার বিষয়টি যে গতানুগতিক কোনো ছবির প্রচার অভিযান নয়— তা সামাজিক যোগাযোগের মাধ্যমে স্পষ্ট করে জানিয়েছেন এই অভিনেতা। সৌরভের সঙ্গে তিনি কেবল তালি বাজিয়ে সংগতই করেননি। তার ছবির জনপ্রিয় ‘রঙ্গ বরষে’ গানটিও গেয়েছেন অমিতাভ। উপস্থিত যাত্রীদের স্তম্ভিত করে অসহায় গরিব ক্যানসার রোগীদের সহায়তা জন্য সৌরভের গিটারের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অমিতাভ ফেসবুকে তাঁর পোস্টে লিখেছেন, আজ সকালে সৌরভের পাশে দাঁড়ানোর জন্য লোকাল ট্রেনে চেপে ঘুরেছি …। যে ট্রেনে গান করে, ক্যানসারের ‘চ্যারিটি’র (দাতব্য) জন্য … সৌরভকে অবাক করে দিতে …।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Next: অপরাধমূলক রহস্য উদঘাটনের সান্তনা শুনতে চাইনা: ড. মিজান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*