Breaking News
  • নগরকান্দায় কৃষকরাই তৈরী করছে উন্নতমানের কেঁচো কম্পোষ্ট সার
  • আত্রাইয়ে জঙ্গীবাদ প্রতিরোধ কল্পে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা
  • শরীয়তপুরে জেলা শিক্ষক সমিতির সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
  • বন্যায় শরীয়তপুরের ৫০ গ্রাম প্লাবিত, ৪২ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ
  • বাসাইলে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা আদায়

শরীয়তপুরে অস্ত্র, গুলি ও মোটর সাইকেলসহ দুই সন্ত্রাসী আটক

নিউজবাংলা:৯জুলাই, শনিবার:

 

এম হারুন অর-রশীদ, শরীয়তপুর :

শরীয়তপুর জেলার পালং মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের বগাদি বাজার এলাকা থেকে দুই সন্ত্রাসীকে আটক করেছে।

এসময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল, একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

পালং মডেল থানা পুলিশ সূত্র জানায়, গতকাল জুলাই দিবাগত রাত সাড়ে ১১ টায় নড়িয়া সার্কেলের এএসপি তানভীর হায়দার পালং মডেল থানার ওসি মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে চিকন্দি ইউনিয়নের বগাদি বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদারীপুর জেলার চরকালিকাপুর গ্রামের আবুল কাসেম ফকিরের ছেলে শওকত হোসেন (২৮) একই জেলার মহিসেরচর গ্রামের রোজাউল গৌরার ছেলে সুজন গৌরা (২৭) কে আটক করে। পুলিশ জানিয়েছে আটককৃতরা সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের আটক করা হয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান জানায়, চিকন্দি ইউনিয়নের বগাদি বাজার এলাকায় সন্দেহভাজন দুইজনকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Previous: শরীয়তপুরে শান্তিপূর্ন ভাবে রথযাত্রা অনুষ্ঠিত
Next: নড়াইলে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*