নিউজবাংলা:৯জুলাই, শনিবার:
এম হারুন অর-রশীদ, শরীয়তপুর :
শরীয়তপুর জেলার পালং মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের বগাদি বাজার এলাকা থেকে দুই সন্ত্রাসীকে আটক করেছে।
এসময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল, একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
পালং মডেল থানা পুলিশ সূত্র জানায়, গতকাল ৮ জুলাই দিবাগত রাত সাড়ে ১১ টায় নড়িয়া সার্কেলের এএসপি তানভীর হায়দার ও পালং মডেল থানার ওসি মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে চিকন্দি ইউনিয়নের বগাদি বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদারীপুর জেলার চরকালিকাপুর গ্রামের আবুল কাসেম ফকিরের ছেলে শওকত হোসেন (২৮) ও একই জেলার মহিসেরচর গ্রামের রোজাউল গৌরার ছেলে সুজন গৌরা (২৭) কে আটক করে। পুলিশ জানিয়েছে আটককৃতরা সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের আটক করা হয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান জানায়, চিকন্দি ইউনিয়নের বগাদি বাজার এলাকায় সন্দেহভাজন দুইজনকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজবাংলা/ একে
Comments
comments