Breaking News

সংশোধন বিল-২০১৫ জাতীয় সংসদে উত্থাপিত ,পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী!

নিউজবাংলা- ১৬ নভেম্বর,সোমবার:

ঢাকা: পৌরসভার শুধু মেয়র পদে দলীয় প্রার্থীদের অংশ নেওয়ার বিধান রেখে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০১৫ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার, পলীø উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

পরে বিলটি পরীক্ষা নিরীক্ষার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

এর আগে গত ৮ নভেম্বর পৌরসভা নির্বাচনে প্রার্থীতার জন্য রাজনৈতিক দলের মনোনয়ন ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিধান সংক্রান্ত রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশটি জাতীয় সংসদে উত্থাপন করেছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক।

সেখানে বলা হয়েছিল, ‘কোন পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোন ব্যক্তিকে কোন রাজনৈতিক দল মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। গত ২ নভেম্বর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অধ্যাদেশটি জারি করেন। ৩ নভেম্বর এটি গেজেট আকারে প্রকাশ হয়।

স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০১৫ তে বলা হয়েছে, ২০০৯-এর আইনে পৌরসভার মেয়রগণের প্রার্থীতার জন্য রাজনৈতিক দল কর্তৃক প্রার্থী মনোনয়নের সুযোগ নেই। রাজনৈতিক দল কর্তৃক প্রার্থী মনোনয়নের বিধান যুক্ত করার জন্য ২০০৯ সালের আইনের ২ ধরায় ‘রাজনৈতিক দল’ এবং ‘স্বতন্ত্র প্রার্থী’ কর্তৃক নির্বাচনে অংশ গ্রহণের বিধান সংযোজন প্রয়োজন। একইভাবে ২০০৯ সালের আইনে ২০এর ক ধারা সংযোজন করে বলা হয়, ধারা ১৯ এর বিধান সাপেক্ষে মেয়র পদে নির্বাচনের অংশ গ্রহনের জন্য কোন ব্যক্তিকে কোন রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।

তবে অধ্যাদেশে ছিল, ‘কোন পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোন ব্যক্তিকে কোন রাজনৈতিক দল মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।

আইনের ২১ ধারা সংশোধন করে উপধারা ১ এর খখ সন্নিবেশিত হয়।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত! ফ্রান্সে ৩ মাস জরুরি অবস্থা চলবে।
Next: গ্রিসের রাস্তায় চালকবিহীন বাস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*