Breaking News

সন্ত্রাসী হামলায় ফ্যান্সে নিহত দেড়শতাধিক

নিউজবাংলা-১৪ নভেম্বর,শনিবার

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে একাধিক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছে। এরমধ্যে একটি কনসার্টে হামলা ও জিম্মির ঘটনায় ১১০ জন মারা গেছে।
উদ্ভুত পরিস্থিতিতে দেশটিতে জরুরী অবস্থা করেছেন প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ। দেশটির সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশের সাধারণ নাগরিকদের ঘরে অবস্থান করার জন্য বলেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাড়তি নিরাপত্তার জন্য নগরজুড়ে দেড় হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
ফ্রান্স পুলিশ জানিয়েছে, বাতাক্লান কনসার্ট হলে ১৫ জনকে হত্যা এবং ৬০ থেকে ১০০ জনের মতো লোককে জিম্মি করে অস্ত্রধারীরা। আমেরিকার একটি ব্যান্ড দলের কনসার্ট চলছিল তখন।
হত্যা ও জিম্মির ঘটনার পর পুলিশ কনসার্ট হলের চারপাশ ঘিরে রাখে। পরবর্তীতে পুলিশ জিম্মিদের উদ্ধারে ভারী অস্ত্রসহকারে সন্ত্রাসীদের ওপর আক্রমণ চালায়। এতে ৩ অস্ত্রধারী মারা পড়ে এবং শুক্রবার মধ্য রাতে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রনে নিতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় ৮০ জনের মতো লোক মারা গেছে।
প্যারিস থেকে জন লরেন্সন নামে একজন ফ্রি ল্যান্স সাংবাদিক আল জাজিরাকে জানিয়েছেন, কনসার্ট হলে বিপুল হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে। ফলে প্রথমদিকে মৃতের যে সংখ্যা ঘোষণা করা হয়েছিল তারচেয়ে অনেক বেশী লোক এতে মারা গেছে।
ফ্রান্স পুলিশ প্রথমে ১৮ জন মারা গেছে বলে জানিয়েছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়েই চলছে।
শুক্রবার রাতে কনসার্ট ছাড়াও দুটি রেস্তেরার পাশে ও স্টেডিয়াম এলাকায় হামলার ঘটনা ঘটেছে। মধ্য প্যারিসে অবস্থিত একটি রেস্টুরেন্টে একজন বন্দুকধারী গুলি চালিয়ে ১১ জনকে এবং প্যারিসের স্ট্যাড ডি ফ্রান্স স্টেডিয়ামের পাশে বোমা বিস্ফোরণের ৩ জন নিহত হয়েছে। তবে কেউ কেউ বোমা বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলে বর্ণনা করেছেন। বোমা হামলার সময় স্টেডিয়ামে জার্মান ও ফ্রান্সের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ ওই ম্যাচ উপভোগ করছিলেন।
এদিকে ফ্রান্সে একাধিক হামলার ঘটনায় আমেরিকার প্রেসিডেন্ট বারাকা ওবামা নিন্দা জানিয়ে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুন:ব্যক্ত করেছেন। তিনি এ লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।
এছাড়া বিট্রিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন, জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মার্কেল শোক ও নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র : আন্তর্জাতিক গণমাধ্যম

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: নীলফামারীতে অটো ছিনতাইকালে ৩ ছিনতাইকারী গ্রেফতার
Next: বাবার পরকীয়ার বলি শিশু মেয়ে ফাতেমা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*