নিউজবাংলা- ১৬ নভেম্বর,সোমবার:
ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়ার পর গোটা দেশে জরুরি অবস্থা চলছে।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া হঁলাদে শুক্রবার রাত থেকে আরোপিত ওই জরুরি অবস্থােএকটানা তিন মাস বলবৎ রাখতে চাইছেন। আসন্ন জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে তিনি এ সিদ্ধান্ত নিতে চাইছেন বলে এক গোপন সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই রাজনৈতিক সূত্রটি বলেছে,‘তিনি রোববার আমাদের কাছে দেশে আরোপিত জরুরি অবস্থা একটানা তিন মাস বলবৎ রাখার আগ্রহ প্রকাশ করেছেন।’ তবে ফ্রান্সে ১২ দিনের বেশি জরুরি অবস্থা বহাল রাখার নিয়ম নেই। দেশে এর বেশি দিন ধরে জরুরি অবস্থা চাইলে হঁলাদেকে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।
এদিকে আগামী ৩০ নভেম্বর থেকে প্যারিসে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। ১২ দিন ব্যাপী ওই সম্মেলনে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলোর অংশ নেবে।
নিউজবাংলা/একে
Comments
comments