Breaking News

সান্তাহারে মেয়র পদে ৬জন, কাউন্সিলর পদে অর্ধ শতাধিক প্রার্থী গনসংযোগ

নিউজবাংলা-১৩ নভেম্বর,শুক্রবার

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা :

সারা দেশের ন্যায় বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে।

সম্ভাব্য প্রার্থীদের দৌঁড় ঝাঁপে পৌর এলাকায় সর গরম হয়ে উঠেছে। নির্বাচনের দিনক্ষন নির্ধারিত না হলেও প্রার্থীদের দৌঁড় ঝাঁপে নির্বাচনের আমেজ দিন দিন জমে উঠেছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা পৌঁরবাসীর দোয়া কামনা করে নিজেদের ছবি সম্বলিত পোষ্টার লাগিয়ে গোটা পৌর এলাকায় ছাপিয়ে ফেলেছেন। শহরের পাড়া মহল্লায় এখন নির্বাচনের আলাপ চারিতাই প্রাধান্য পাচ্ছে। শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌঁড় ঝাঁপ। ভোটারদের সমর্থন নিতে তারা নিচ্ছেন নানা কৌঁশল। সকল প্রার্থী এবার নবীনদের হাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য তারা পাড়া মহল্লায় ক্লাবে ক্লাবে করছেন পিকনিকের আয়োজন। দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। প্রবীনদের কাছে চাচ্ছেন দোয়া ও আর্শীবাদ। কোন পাড়ায় বা মহল্লায় কোন ব্যক্তির মৃত্যু সংবাদ পেলেই সম্ভাব্য প্রার্থীরা ছুটছেন মৃতের বাড়িতে। কি মুসলিম! কি হিন্দু! কি খৃষ্টান এমনকি হরিজনদের বাড়িতে যেতেও তারা ভুল করছেন না। মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে তারা পরিবারের লোকজনদের দিচ্ছেন শান্তনা। তবে ভোটাররা করছেন অন্য হিসাব-নিকাশ। তারা হিসেব কষছেন অতীত ভবিষ্যৎ নিয়ে। অতীতে কে কি করেছেন এবং ভবিষ্যতে কার দ্বারা পৌরসভার উন্নয়ন হবে এসব হিসেব কষতেও ভুল করছেন না সাধারণ ভোটাররা।
এই পৌরসভায় এবার মেয়র পদপ্রার্থী ৬ জনের নাম শোনা যাচ্ছে। তারা সবাই মাঠে গণসংযোগে নেমেছেন। এদের মধ্যে ক্ষমতাসীল আওয়ামীলীগের ৩ জন, বিএনপির ৩ জন। এছাড়া পৌরসভার ৯ ওয়ার্ডে ৯ কাউন্সিলর পদের জন্য অর্ধ শতাধিক প্রার্থী গণসংযোগে রয়েছেন। একই সাথে ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য ১৮ জন প্রার্থী মাঠে নেমেছেন।
মেয়র পদে আওয়ামীলীগ থেকে যারা নির্বাচনে মাঠে নেমেছেন তারা হলেন, আদমদীঘি উপজেলার আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও বর্তমান সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুন্টু, আদমদীঘি উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক ও তরুন রাজনৈতিকবিদ রাশেদুল ইসলাম রাজা, সান্তাহার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম জাহিদুল বারী। বিএনপির তিন জন প্রার্থী হলেন, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি ফিরোজ মো: কামরুল হাসান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান পৌরসভার মেয়র মো: তোফাজ্জল হোসেন ভুট্টু এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু।
আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য তিনি নির্বাচন করবেন। তিনি নির্বাচিত হলে সান্তাহার পৌরসভাকে ডিজিটাল পৌরসভা উপহার দিবেন। পৌর শহরে নির্দিষ্ট ষ্যান্ড তৈরি করে যানজট মুক্ত শহর উপহার দেবেন। বিএনপির বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, সান্তাহার পৌর শহরকে বাসযোগ্য শহরে পরিণত করার উন্নয়ন কর্মকান্ড শুরু করেছি এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার অঙ্গিকার করেন। বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী ফিরোজ মো: কামরুল হাসান বলেন, তার দল বিএনপির যদি পৌর নির্বাচন করে তবে অবশ্যই নির্বাচনের জন্য দলের হাই-কমান্ডের কাছে মনোনয়ন চাইবে। তিনি সান্তাহার পৌর শহরবাসির উন্নয়নের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে। আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী এসএম জাহিদুল বারী বলেন, তিনি নির্বাচিত হলে সান্তাহার পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন শহরসহ মডেল পৌরসভাকে রুপান্তিত করবো। আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রার্থী রাশেদুল ইসলাম রাজা বলেন, পৌরবাসী তাকে মেয়র পদে নির্বাচিত করলে তিনি দূর্নীতি মুক্ত সান্তাহার পেরৈসভা ঘোষনাসহ পৌর শহরকে আধুনিক শহরের রুপান্তর করে পৌরবাসীকে নিরাপদ শহর উপহার দিবেন। বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী এসএম আকতারুজ্জামান মিঠু বলেন, তিনি নির্বাচিত হলে সান্তাহার শহরকে মাদকমুক্ত করবে এবংর্ দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন করে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। সান্তাহার পৌরসভাকে ১ শ্রেণীতে উন্নতি করবো।#

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ‘নভো নরডিস্ক ঢাকা হাফ ম্যারাথন ২০১৫’ অনুষ্ঠিত
Next: কলাপাড়ায় পরিত্যাক্ত ভবনে ঝুকি নিয়ে স্কুলের শিক্ষা কার্যক্রম।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*