নিউজবাংলা: ২০ জুলাই, বুধবার:
ঢাকা: জঙ্গি আতংকে রয়েছে দেশ। আর প্রতি মুহুর্তে জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য আমাদের সামনে হাজির হচ্ছে। জঙ্গি তৎপরতার শুরু হয়েছে গুলশানে হলি আর্টিজানে হামলার পর থেকে।
ইতিমধ্যে বাংলাদেশ আইন-শৃঙ্খলা বাহিনী গুলশানে হলি আর্টিজানে হামলার পর নিখোঁজ যুবকদের সঙ্গে জঙ্গি হামলার সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে।
হামলার ঘটনার পর থেকে এ পযর্ন্ত সারাদেশে নিখোঁজদের একটি তালিকা তৈরি করেছে গোয়েন্দা সংস্থা। তালিকায় যাদের নাম দেয়া হয়েছে-তাদের সঙ্গে জঙ্গি অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তালিকা ভুক্তদের মধ্যে থেকে কয়েক জনের বিরুদ্ধে সরাসরি জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সম্প্রতি নিখোঁজ ১০ জনের তালিকা প্রকাশের পর গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৬২ জনের একটি তালিকা প্রকাশ করেছে। নিখোঁজ এই ২৬২ জনের তালিকা দেশের সকল থানায় পাঠানো হয়েছে। কেউ এদেরকে শনাক্ত করতে পারলে নিকটস্থ থানা পুলিশে জানানোর অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নিউজবাংলা/একে
Comments
comments