নিউজবাংলা: ১২ জুলাই, মঙ্গলবার:
মিজান বাবু , নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধের জেড় ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার রামকান্তপুর গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে উভয় দলের দুই সমর্থককে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, রামকান্তপুর গ্রামের মরহুম আবুল কালাম মাতুব্বরের ছেলে স্কুল শিক্ষক খায়রুল আলম এনায়েত এর সাথে তার সৎ ভাই হাফেজ জুনায়েত হোসেনের দীর্ঘ দিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। সংঘর্ষে জড়িত থাকায় শাহানুর বিশ্বাস ও কামাল বিশ্বাস নামে দুইজনকে আটক করা হয়েছে।
নিউজবাংলা/একে
Comments
comments