Breaking News
  • সাকা-মুজাহিদের আপিল বিভাগের ফাঁসির রায়ই বহাল,
  • নাটোরে আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্টের সেমিফাইনালে উঠল অর্থনীতি ও ইসলামে ইতিহাস বিভাগ
  • বিশ্বনাথে কলেজ ছাত্রের উপর হামলা ও বিষ পান করিয়ে হত্যার চেষ্টার ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
  • বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতাকে সংবর্ধনা
  • রাজাপুরে তিন গাঁজা সেবিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

সুবাহানাল্লাহ, এই সামান্য কাজটি করলে নিযুক্ত হবে সত্তর হাজার ফেরেশতা’

নিউজবাংলা: ১৩ নভেম্বর, শুক্রবার:

মুসলমান মুসলমান ভাই ভাই। একের বিপদে অন্যের এগিয়ে যাওয়া কর্তব্য। কোনো অবস্থাতেই হিংসা থাকা উচিত নয়। প্রতিটি মুসলমানের খোঁজ-খবর নেয়া উচিত।

কেউ রোগাক্রান্ত হলে তার পাশে দাঁড়ানো, যতটুকু সম্ভব তাকে সহযোগিতা করা। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজ-খবর নেয়, আল্লাহ সত্তর হাজার ফেরেশতাকে তার মাগফিরাতের দোয়ায় নিযুক্ত করে দেন। সে দিনের যে সময়ই তা করবে, ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আর রাতের যে সময়ই করবে, ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে।’ (মুসনাদে আহমদ : ৯৫৫) আরবি হাদিস عَن أَبي هُرَيرَةَ رضي الله عنه، عَنِ النَّبيِّ ﷺ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: «مَنْ عَادَ مَرِيضاً أَوْ زَارَ أخاً لَهُ في اللهِ، نَادَاهُ مُنَادٍ : بِأنْ طِبْتَ، وَطَابَ مَمْشَاكَ، وَتَبَوَّأتَ مِنَ الجَنَّةِ مَنْزِلاً». رواه الترمذي، وَقالَ: «حديث حسن»، وفي بعض النسخ: «غريب» বাংলা অনুবাদ আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোগীর সঙ্গে সাক্ষাৎ করে খোঁজ-খবর নেয় অথবা তার কোনো আল্লাহর ওয়াস্তে কৃত ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, সে ব্যক্তিকে এক (গায়েবী) আহবানকারী আহবান করে বলে, সুখী হও তুমি, সুখকর হোক তোমার ওই যাত্রা (সাক্ষাতের জন্য যাওয়া)। আর তোমার স্থান হোক জান্নাতের প্রাসাদে।’ [তিরমিযি ২০০৮, ইবন মাজাহ ১৪৪৩]

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ২৮ বছর বয়সে পা রেখেও বিয়ে নিয়ে ভাবছেন না কঙ্গনা
Next: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত, খেলা হবে কাল শনিবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*