Breaking News
  • নাটোরে আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্টের সেমিফাইনালে উঠল অর্থনীতি ও ইসলামে ইতিহাস বিভাগ
  • বিশ্বনাথে কলেজ ছাত্রের উপর হামলা ও বিষ পান করিয়ে হত্যার চেষ্টার ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
  • বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতাকে সংবর্ধনা
  • রাজাপুরে তিন গাঁজা সেবিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
  • রাজাপুরে জেএসসি পরীক্ষার্থীর খাতা ছিঁড়ে ফেলল শিক্ষক !

সোমবার আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল !

নিউজবাংলা-১৩ নভেম্বর,শুক্রবার

ঢাকা: সিডিউল চূড়ান্ত। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি লেগ খেলার জন্য কাল রাত সাড়ে ১০টায় ঢাকা আসার কথা অস্ট্রেলিয়ার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ব্যাপারটা আগেই নিশ্চিত করেছে ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া। কিন্তু ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ও দেশটির অন্যান্য মিডিয়া দিচ্ছে ভিন্ন খবর। বাংলাদেশের সঙ্গে ম্যাচটি খেলতে ঠিকই আসবে অস্ট্রেলিয়া, তবে আগের সিডিউল মতো নয়। অস্ট্রেলিয়া দল ঢাকা আসবে সোমবার। অথচ ঢাকায় আসার সিডিউল পরিবর্তন নিয়ে কোনকিছুই তারা জানায়নি বাফুফেকে!

এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকাটাইমসকে বলেন,‘ ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া এ ব্যাপারে আমাদের কিছুই অবহিত করেনি। আগামী কাল রাতেই তো তাদের আসার কথা। মিডিয়াতে আসা এসব খবরের সত্যতা জানতে এফএফএ’র কাছে মেইল পাঠানো হয়েছে।এখনও উত্তর আসেনি।’

অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের অয়েব সাইড এবং দেশটির বেশ কিছু মিডিয়ার খবর অনুযায়ী, শনিবার সিডনি থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়া দিবে অস্ট্রেলিয়া ফুটবল দল। সরাসরি বাংলাদেশে না এসে সিঙ্গাপুরে যাবে তারা। সেখানে দুই দিনের প্রস্তুতি ক্যাম্প সেরে সোমবার অর্থাৎ ম্যাচের আগের দিন ঢাকায় আসবে সকারুরা।

অথচ আগের সিডিউল অনুযায়ী শনিবার রাতে ঢাকায় আসার কথা ছিল তাদের। সকারুদের অনুশীলন ভেন্যু ছিল ধানমন্ডি শেখ জামাল মাঠ। ক’দিন আগে ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়ার দুই সদস্যের নিরাপত্তা পরিদর্শক দল অনুশীলন ভেন্যু পরিদর্শনও করে আসেন। বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং ব্যবস্থায় তারা সন্তোষও প্রকাশ করেন। বাংলাদেশের নিরাপত্তায় পুরোপরি সন্তোষ্ট ঢাকায় অবস্থান করা ফিফা নিরাপত্তা প্রতিনিধিও। তিনি ম্যাচের দিন অর্থাৎ ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন তিনি।

এরআগে নিরাপত্তা শঙ্কা দেখিয়ে ঢাকায় অনুষ্ঠেয় ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নিতে ফিফা ও এএফসিকে অনুরোধ করে অস্ট্রেলিয়া। কিন্তু তাদের সেই অবেদন প্রত্যাখান করে ফুটবলের দুই সংস্থা। উপায়ন্তর না দেখে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।ক’মাস আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ঢাকা কেন্দ্রীয় কারাগারে নূর হোসেন
Next: হেট স্টোরি থ্রি’ নিয়ে অনিচ্ছাকৃত শরীরী খেলায় জেরিন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*