নিউজবাংলা- ১৫ নভেম্বর,রবিবার:
সাভার: আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর ছোড়া অ্যাসিডে দগ্ধ মাজেদা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত মাজেদা বেগম মাগুড়া সদর থানা এলাকার জলিল বিশ্বাসের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে মাজেদা বেগমের সঙ্গে সোহাগ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা আশুলিয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। সেখানে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন তারা। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাধ লেগেই থাকতো। গত ২৫ অক্টোবর সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সোহাগ মিয়া স্ত্রী মাজেদার শরীরে অ্যাসিড ছুড়ে মারে।
এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বার্ন ইউনিটে হস্তান্তর করা হয়। টানা ২১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, নিহত মাজেদার স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজবাংলা/একে
Comments
comments