Breaking News

‘হামলাকারীদের প্রতি কোনো দয়া নয়’

নিউজবাংলা- ১৪ নভেম্বর,শনিবার:

ঢাকা: ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেছেন, যারা হামলা চালিয়েছে তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।

 

দেশজুড়ে জরুরি অবস্থা জারি ও সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণার দেয়ার পরে জাতীয় ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, ভয় পাওয়ার অনেক কারণ আছে এখন। কিন্তু আমাদের এই ভয়কে এমন জাতি হিসেবে মোকাবেলা করতে হবে যারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়ে লড়াই করতে পারে।

শুক্রবার প্যারিসে প্রায় একই সময়ে কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে দেড়শ জন নিহত হয়েছেন। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বাটাক্লঁ কনসার্ট হলে। মার্কিন ব্যান্ড দল ইগলস অব ডেথ মেটালের কনসার্ট দেখতে তারা জড়ো হয়েছিলেন। সেখানে অন্ততপক্ষে ৮৭ জন নিহত হয়েছেন। হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যে জঙ্গি গোষ্ঠী আইএসকেই সন্দেহ করা হচ্ছে। নাম প্রকাশ না করে ওলাদ বলেছেন, আমরা জানি, কারা এই সন্ত্রাসী।

 

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন
Next: অপহৃত স্কুলছাত্রী কুমিল্লায় উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*