নিউজবাংলা- ১৪ নভেম্বর,শনিবার
ঢাকা: রাশিয়া বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে ব্রাজিলের বিরুদ্ধে ১-১ গোলে ড্র আর্জেন্টিনা।
শনিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত এ ম্যাচে মেসি, আগুয়েরো ও তেভেজকে ছাড়াই মাঠে নেমেছিলো আর্জেন্টিনা। ফলে এবারের বাছাইপর্বের ম্যাচে এখনও একটি ম্যাচও জেতা হলো না আর্জেন্টিনার।
এদিন শুরু থেকেই দারুণ খেলছিলো আর্জেন্টিনা। প্রথমার্ধের ৩৪ মিনিটে হিগুয়েইনের পাস থেকে ব্রাজিলের জালে বল জড়ান লাভেজ্জি। এই ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে সমতাসূচক গোল করেন ব্রাজিলের লুকাস লিমা। এরপর আর্জেন্টিনা সুযোগ পেলেও আর গোল করতে পারেনি। ফলে ১-১ গোল সমতায় শেষ হয় ম্যাচ।
এদিন ম্যাচের দুই মিনিট বাকি থাকতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলের ডেভিড লুইজকে। মূলত, তাকে দুইবার হলুদ কার্ড দেখানো হয়। যা পরিণত হয় লাল কার্ডে। ব্রাজিলের হয়ে পরের ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।
নিউজবাংলা/একে
Comments
comments