নিউজবাংলা: ১০ মার্চ, বুধবার:
কলাপাড়া প্রতিনিধি ॥
ছাদের পলেস্তরা খসে পড়ছে। কার্ণিশ বরাবর চারদিকে ফাটল ধরেছে। টয়লেট নেই, পানির ব্যবস্থা নেই। নেই রোগী এসে বসার মত ব্যবস্থা।
বৃষ্টি হলে পানিতে ভিজে যায় ওষুধসহ মালামাল। জানালা ভেঙ্গে পড়েছে। যে কোন সময় পুরো ভবনটি ধসে পড়ার চরম শঙ্কা রয়েছে। কলাপাড়ার পাটুয়া কমিউনিটি ক্লিনিকের এমনই বেহাল দশা হয়েছে।
ভবনটিতে চিকিৎসা সেবা তো দুরের কথা এখন ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। রোগীসহ যে কোন মানুষ এবং কর্মীরা ক্লিনিকে গিয়ে থাকেন অজানা শঙ্কায়। এখন ভয়ে প্রসূতিরা ওই ক্লিনিকে যেতে সাহস পায়না। ২০০০ সালে নির্মান করা এ ক্লিনিকটি এখন ধসে বিপর্যয়সহ চিকিৎসা সেবা বন্ধের উপক্রম হয়েছে। ফলে অজপাড়াগায়ের অন্তত চার শ’ পরিবার এখন তাদের চিকিৎসা সেবা বন্ধের শঙ্কায় পড়েছেন।
চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান রিন্টু তালুকদার জানান, কমিউনিটি ক্লিনিকটির ভবন জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে ধসে পড়ে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাবে। কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার মুশরাত জাহান তাপশী জানান, এখন ক্লিনিকে অবস্থান করাই বিপজ্জনক।
নিউজবাংলা/একে
Comments
comments