Breaking News
  • সবার দৃষ্টি আজ মন্ত্রিসভায়! দুই মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হতে পারে আজ।
  • লাহোরে শিশুপার্কে আত্মঘাতী হামলা! নিহতের সংখ্যা বেড়ে ৬৯
  • ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলনের মানববন্ধন
  • ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভাতিজার হাতে চাচা খুন!
  • বিশ্বনাথে দুই উপজেলাবাসীর সংঘর্ষ সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত অর্ধশতাধিক

কলাপাড়ার পাটুয়ায় চিকিৎসা সেবার বেহাল দশা ॥ কমিউনিটি ক্লিনিকটি ধসে পড়ার শঙ্কায় ॥

নিউজবাংলা: ১০ মার্চ, বুধবার:

 

কলাপাড়া প্রতিনিধি ॥

ছাদের পলেস্তরা খসে পড়ছে। কার্ণিশ বরাবর চারদিকে ফাটল ধরেছে। টয়লেট নেই, পানির ব্যবস্থা নেই। নেই রোগী এসে বসার মত ব্যবস্থা।

বৃষ্টি হলে পানিতে ভিজে যায় ওষুধসহ মালামাল। জানালা ভেঙ্গে পড়েছে। যে কোন সময় পুরো ভবনটি ধসে পড়ার চরম শঙ্কা রয়েছে। কলাপাড়ার পাটুয়া কমিউনিটি ক্লিনিকের এমনই বেহাল দশা হয়েছে।

ভবনটিতে চিকিৎসা সেবা তো দুরের কথা এখন ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। রোগীসহ যে কোন মানুষ এবং কর্মীরা ক্লিনিকে গিয়ে থাকেন অজানা শঙ্কায়। এখন ভয়ে প্রসূতিরা ওই ক্লিনিকে যেতে সাহস পায়না। ২০০০ সালে নির্মান করা এ ক্লিনিকটি এখন ধসে বিপর্যয়সহ চিকিৎসা সেবা বন্ধের উপক্রম হয়েছে। ফলে অজপাড়াগায়ের অন্তত চার শ’ পরিবার এখন তাদের চিকিৎসা সেবা বন্ধের শঙ্কায় পড়েছেন।

চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান রিন্টু তালুকদার জানান, কমিউনিটি ক্লিনিকটির ভবন জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে ধসে পড়ে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাবে। কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার মুশরাত জাহান তাপশী জানান, এখন ক্লিনিকে অবস্থান করাই বিপজ্জনক।

 

নিউজবাংলা/একে

 

 

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*