Breaking News
  • আত্রাইয়ে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে সংর্ঘষ, আহত ৬
  • ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন,প্রতিবাদে বিক্ষোভ ভাঙচুর
  • মির্জা আব্বাসের শুনানি ৩১ মার্চ
  • জামায়াতের ‘ইসলাম’ রক্ষার হরতাল চলছে
  • আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

ঘামের দুর্গন্ধ দূর করার ৮ ঘরোয়া উপায়

নিউজবাংলা: ১১ মার্চ, শুক্রবার:

ঢাকা: এসেছে গরম। আর গরম মানেই প্যাচপ্যাচে ঘাম, ক্লান্তি। আর না চাইলেও গায়ে দুর্গন্ধ। ডিওডরান্ট লাগালেও অনেক সময় সারাদিনের শেষে ফিরে আসে দুর্গন্ধ। জেনে নিন ঘামের দুর্গন্ধ দূর করার ৮ ঘরোয়া উপায়।

 

ভিনেগার: ভিনেগারে তুলো ভিজিয়ে বগলে লাগান অথবা স্প্রে বোতলে ভিনেগার ভরে স্প্রে করে নিন।

লেবুর রস: গোসলের পর বগলে লাগিয়ে নিন লেবুর রস। রেহাই পান সারাদিনের দুর্গন্ধ থেকে।

বেকিং সোডা: এক টেবিল চামচ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে বগলে লাগান। দু’মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

দুর্বা ঘাস: এক কাপ জলে দুই টেবিল চামচ দুর্বাঘাসের রস মিশিয়ে রোজ সকালে খান।

টি ট্রি অয়েল: এক আউন্স জলে দু’ফোঁটা টি ট্রি অয়েল দিয়ে স্প্রে বোতলে ভরে স্প্রে করে নিন বগলে।

রোজমেরি: চার কাপ গরম জলে রোজমেরি ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এই জলে গোসল করুন।

টমেটো: গোসলের জলে টমেটোর রস মিশিয়ে স্নান করুন। গায়ে গন্ধ হবে না।

শালগম: শালগমের রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। বেটে বগলে লাগান। শুকিয়ে গেল গরম জলে ধুয়ে নিন। ১০ ঘণ্টা গায়ে গন্ধ হবে না।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*