নিউজবাংলা: ১৮ মার্চ, শুক্রবার:
ঢাকা: কলকাতার ইডেন গার্ডেনে সীমিত ওভারের ক্রিকেটে একবারও পরাজয়ের স্বাদ নিতে হয়নি পাকিস্তানকে।কালই আবার ভারতের সঙ্গে মুখোমুখি হবেন এখানেই। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এখন ভারতের চেয়ে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন।
গাভাস্কার বলেন, ‘নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হারের ফলে পাকিস্তানের বিরুদ্ধে চাপে থাকবে ভারতীয় দলই। তাই আমি মনে করি, শনিবার পাকিস্তানই ফেবারিট হিসেবে মাঠে নামবে। তবে শেষ পর্যন্ত যারাই জিতুক ম্যাচ কিন্তু জমবে। লড়াইটা হবে ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের সঙ্গে পাকিস্তানের ধারালো বোলিংয়ের। বিশেষ করে ওদের মোহাম্মদ আমিরের বিরুদ্ধে রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানেকে শুরুতে সতর্ক থাকতে হবে।’
তবে ইতিহাস কিন্তু ভারতের পক্ষেই কথা বলছে। সীমিত ওভারের বিশ্বকাপে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সেটাকে বড় করে দেখছেন না, ‘পাকিস্তান বিশ্বকাপে কখনো ভারতকে হারাতে পারেনই, এটাই তো ওদের জন্য বাড়তি একটা প্রেরণা। তারা এবার নিজেদের প্রমাণ করতে চাইবে। শহীদ আফ্রিদির দল ক্ষুধার্ত হয়েই নামবে।’
নিউজবাংলা/একে
Comments
comments