Breaking News
  • কারিগরি শিক্ষা-প্রশিক্ষণ গ্রহণের পর বেকার নেই…শিক্ষামন্ত্রী
  • গোলাপি একটা কিছু ক, ইসিকে সুরঞ্জিত সেনগুপ্ত
  • ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আ’লীগ সমর্থিত ৯, আ’লীগ বিদ্রোহী ২ জন চেয়ারম্যান পদে নির্বাচিত
  • কসবা ও আখাউড়ায় আইনমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২০ হাজার কলম বিতরণ
  • ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সবচেয়ে প্রিয় নায়িকা অপু, স্বীকৃতি শাকিব খানের!

নিউজবাংলা: ১৯ মার্চ, শনিবার:

ঢাকা: সেলিব্রেটিদের ব্যস্ত শিডিউল। সহজে মেলে না অবসর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হোন কদাচিৎ। নিজের কাজকর্ম ভক্তদের জানানোর জন্য আজকাল সেলিব্রেটিরা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। তারকাদের পছন্দ- বলিউডে টুইটার আর ঢালিউডে ফেসবুক।

 

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। তার প্রতি পদক্ষেপের খবর জানা চাই ভক্তদের। প্রচারবিুমখ কিং খান এড়িয়ে চলেন সংবাদকর্মীদের। কিন্ত তার হালনাগাদ সমস্ত ভাবনা ভক্তরা জানতে পারেন ফেসবুকের মাধ্যমে। এখানে তার একখানা অফিসিয়াল পেজ রয়েছে। এর বাইরে ভক্তদের সাথে যোগাযোগের কোনো পথ রাখেননি খান সাহেব।

শাকিব খানের এই ভক্তদের কল্যাণে সবাই জানলেন, অপু বিশ্বাসই তার সবচেয়ে প্রিয় নায়িকা। তার অফিসিয়াল পেজ থেকে একমাত্র যে নায়িকার পেজটিতে লাইক দেয়া হয়েছে সে পেজটি অপু বিশ্বাসের। আর কোনো নায়িকার জন্য ‘লাইক’ খরচ হয়নি শাকিবের পেজ থেকে। পঞ্চাশের বেশি নায়িকার সাথে অভিনয় করলেও তারা সবাই ফেসবুকে নেই। তবে আছেন গোটা বিশজন। তাদের কেউই ‘লাইক’ পাননি।

এ নিয়ে শাকিব ভক্তদের মধ্যে নানা অভিযোগ-অনুযোগ রয়েছে। শুধুমাত্র অপু বিশ্বাসই কেন শাকিবের ‘লাইক’ পাবেন, বাকি নায়িকারা কী দোষ করেছেন, শাকিব কি এরকম পক্ষপাত করতে পারেন- অনলাইনে নানা আলোচনা চলে ভক্তদের মধ্যে।

অপুর অফিসিয়াল পেজ থেকে শাকিব খানের পেজ ‘লাইক’ করা হলেও তা নিয়ে কথাবার্তা কম। কারণ অপু ঘোষণা দিয়েই শাকিব ছাড়া কারো সাথে কাজ করেন না। এতে পরিষ্কার অপুর অবস্থান। কিন্তু শাকিবের অবস্থান ধোয়াটে। অপু মাঝেমধ্যে ফেবসুক ব্যবহার করেন। সচেতনভাবেই তিনি ষ্ট্যাটাস দেন, ছবি শেয়ার করেন। কিন্তু শাকিবের পেজের কিছু কর্মকান্ডে ভক্তরা প্রায়ই মনক্ষুন্ন হোন।

শাকিব খানের অফিসিয়াল পেজ নিয়ে ভক্তদের মধ্যে আছে বিভ্রান্তি। অনেক ভক্তই মনে করেন, স্বয়ং শাকিব খান চালান পেজটি। আবার অনেকেই জেনে গেছেন, শাকিব পেজটিতে কখনোই বসেন না, তার গুটিকয় ভক্ত এটি চালান। ভক্তদের অনেকেই জানেন না যে, শাকিব তার পেজটি নিজে চালান না। তবে ইদানিং অনেকেই সেটা জানার পর শাকিবের পেজটি আর ‘সিরিয়াসলি’ নিচ্ছেন না।

সুত্র- ঢালিউড২৪.কম

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*