নিউজবাংলা: ১৯ মার্চ, শনিবার:
ঝিনাইদহ প্রতিনিধি:
সাপ ও সাপুড়িয়াদের নিয়ে এক ব্যতিক্রমী আয়োজন হয়ে গেলো ঝিনাইদহের শৈলকুপায়। কবিরপুর হাজি আব্দুর রশিদ প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত এই ঝাপান খেলা দেখতে জড়ো হয়েছিলো শত শত মানুষ। বাদ্যের তালে, দুলে দুলে ঝুড়ি থেকে বের হয়ে আসে ভয়ংকর সব গোখরা।
মনিবের ইশারা ইঙ্গিত তাকে ঠিক বুঝিয়ে দিয়েছে, শুধু মানুষকে আনন্দ দেয়ার খেলা নয় বরং আজ মর্যাদার লড়াই। ১৫টি সাপুড়ে দলের অর্ধ শতাধিক সাপের মধ্যে নিজেকে সেরা প্রমাণ করতে প্রতিটি সাপ প্রদর্শন করে নিজেদের আকর্ষণীয় কসরত। আর এই দুর্লভ দৃশ্য দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা।
গ্রাম বাংলার হারানো এই ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এই খেলার আয়োজন বলে জানায় আয়োজকরা।
নিউজবাংলা/একে
Comments
comments