নিউজবাংলা: ১৯ মার্চ, শনিবার:
ঢাকা: সম্প্রতি মোঃ সাজ্জাদ হোসেন খান এর প্রযোজনায়, মাহাবুব আহ্সান টনি ও সৈয়দ সাঈদ হোসেন বাবুল এর পরিচালনায় গাজীপুর পুবাইলে বিলবিলা হাউজে নির্মিত হলো এক ঘণ্টার ঈদের নাটক ‘‘গোধুলী বেলা’’।
গ্রাম্য গল্প অবলম্বনে ও সামাজিক অবক্ষয়কে সামনে রেখে সামাজিক ম্যাসেজ দিয়েই তৈরি হয়েছে এই নাটকটি। নাটকের গল্পে দেখা যাবে সাথে সুজনের সাথে বেলার ভালোবাসার সম্পর্ক। কিন্তু চেয়ারম্যানের ছেলে অন্তু এর বিরোধীতা করে। চেয়ারম্যানের ছেলে অন্তু নানান ভাবে বেলাকে ডিস্ট্রাব করতো। প্রেমের প্রস্তাব দেয়। আর সুজন এর প্রতিবাদ করতো। বেলার বাবা ফরিদ মাস্টারকে সাথে নিয়ে গ্রামের বাল্য বিবাহ, সন্ত্রাস ইত্যাদি নানামুখি কাজের বিরোধীতা করতো সুজন। এক পর্যায়ে চেয়ারম্যানের কাছে অন্তুর নামে নালিশ করা হয়। সে জন্যে অন্তু আরো ক্ষেপে যায়। এক পর্যায়ে অন্তু তার দলবল নিয়ে সুজনকে হুমকি দেয়। তাতেও কাজ না হলে অন্তু এক সন্ধ্যায় বেলাকে এসিড মারে। নাটকটির মূল চরিত্র সাজ্জাদ, বেলা ও রুবেল অসাধারণ অভিনয় করেছেন। আর এখানেই সামাজিক কিছু ম্যাসেজ দিয়ে শেষ হয় এক ঘণ্টার নাটক। নাটকটিকে আকর্ষণীয় করার জন্য ১টি গানও সংযোজন করা হয়েছে। এতে অভিনয় করেছেন– সাজ্জাদ নুর, আঁখি নুর, রুবেল, নাঈম সহ আরো অনেকে। নাটকটি ঈদে যেকোনো চ্যানেলে দেখা যাবে।
নিউজবাংলা/প্রেস বিজ্ঞপ্তি/একে
Comments
comments