নিউজবাংলা: ২৪ মার্চ, বৃহস্পতিবার:
ঢাকা: সংশ্লিষ্ট ক্ষেত্রে গৌরবময় ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক পেয়েছেন ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও নৌবাহিনী।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীনতা পদক ২০১৬ পাওয়া বিশিষ্ট জনরা হলেন- ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসে কাজ করার সময় বাংলাদেশ সরকারের পক্ষে স্বপক্ষ ত্যাগ ও মুক্তিযুদ্ধকালে বিদেশে জনমত তৈরিতে সংগঠক হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা হিসেবে পাট ও বস্ত্রমন্ত্রী এম ইমাজ উদ্দিন প্রামাণিক, সফল রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজকর্মী হিসেবে মরহুম মৌলভী আসমত আলী খান, দেশের স্বাধীনতা লাভের পর বাংলাদেশ বিমান বাহিনী গঠন প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা পালনকারী এফ-৬ সুপার সনিক বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার (অব.) বদরুল আলম (বীরোত্তম)।
এছাড়া ১৯৭১ সালে রাজশাহী পুলিশ লাইনে পাকিস্তানি দখলদার বাহিনীর হামলার প্রতিরোধে পুলিশ বাহিনী গঠনকারী রাজশাহী জেলার পুলিশ সুপার শহীদ শাহ আবদুল মজিদ, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নেতৃত্ব দানকালে পাকিস্তানি দখলদার বাহিনীর হাতে শাহাদাত বরণকারী রাঙ্গামাটির জেলা প্রশাসক এম আবদুল আলী, ১৯৭১ সালে হাতে বাংলাদেশের সংবিধান লেখক ও লন্ডনে পাকিস্তান হাইকমিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারের পক্ষে স্বপক্ষ ত্যাগকারী মরহুম এ কে এম আবদুর রউফ, ১৯৭১ সালে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারের পক্ষে স্বপক্ষ ত্যাগকারী ও দিল্লিতে বাংলাদেশের প্রথম মিশন প্রতিষ্ঠাকারী কে এম শিহাব উদ্দিন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে সাংস্কৃতিক কর্মকা- সংগঠনে বিশেষ ভূমিকা পালনকারী সৈয়দ হাসান ইমাম।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অমর একুশে ফেব্রুয়ারির (২১ ফেব্রুয়ারি) স্বীকৃতি লাভের ক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য মরহুম রফিকুল ইসলাম ও আবদুস সালাম।
বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তোষা ও স্থানীয় জাতের পাটের জেনোম সিকুয়েন্স আবিষ্কারের জন্য কৃষি গবেষক মরহুম অধ্যাপক মাকসুদুল আলম, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রাফি খান (এমআর খান)।
কবি নির্মলেন্দু গুণ এবং রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও গবেষক রেজোয়ানা চৌধুরী বন্যা, সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক লাভের জন্য মনোনীত হয়েছেন।
এছাড়াও সরকার মুক্তিযুদ্ধকালে অসামান্য অবদান এবং দেশের সমুদ্রসীমার স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় নিরলস প্রয়াস চালানোর জন্য বাংলাদেশ নৌবাহিনীকে স্বাধীনতা পদক ২০১৬ প্রদান করছেন।
নিউজবাংলা/ একে
Comments
comments