Breaking News

এশিয়ার শ্রেষ্ঠ গভর্নর আতিউর রহমান

ঢাকা: এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ গভর্নর নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

পেরুর লিমায় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠক শেষে শনিবার দুপুর দেড়টার দিকে এক সেমিনারে শ্রেষ্ঠ গভর্নরের নাম ঘোষণা করা হয়।

ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টর-পিএলসি (Euro money Institutional Investor-PLC) আতিউর রহমানের নাম ঘোষণা করে।

দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বলেন, “বাংলাদেশের আর্থিক খাতে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালের শ্রেষ্ঠ গভর্নর নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

রোববার পেরুর রাজধানী লিমায় অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আতিউরকে এই পুরস্কার দেয়া হবে।”

ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টর-পিএলসি আন্তর্জাতিকভাবে বিজনেস টু বিজনেস ইনফরমেশন কোম্পানি হিসেবে আর্থিকগোষ্ঠীকে অনলাইনে তথ্য গবেষণা, কনফারেন্স, ইনভেস্টমেন্ট ইনস্টিটিউটকে সহায়তা করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*