Breaking News

দুই বিদেশি হত্যাকাণ্ড ছিল ষড়যন্ত্র : আইজিপি

বাংলার কথা ২৪ :: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, দুই বিদেশি হত্যাকাণ্ড একটি ‘ষড়যন্ত্র ও টার্গেট কিলিং’। এ ঘটনা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এছাড়া বিদেশিদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।

বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি কিংবা অন্য কেউ জড়িত ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ষড়যন্ত্রের মূলে কোন গোষ্ঠি জড়িত কিনা তা তদন্তের পর অচিরেই জাতির সামনে তুলে ধরা হবে। এজন্য আমাদের উচ্চতর দক্ষ পুলিশ বাহিনী তদন্ত করছে।’

  • রাজন হত্যা : জালালাবাদ থানার ওসি বরখাস্ত

আইজিপি আরো বলেন, ‘দু-চারটি ঘটনায় দেশে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে, এটার সঙ্গে আমি একমত নই। তবে যেসব ঘটনা ঘটছে সেগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।’

এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, ডিআইজি অপারেশন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে আইজিপি শহরের বিপণিবাগে কমিউনিটি পুলিশিংয়ের জেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*