চলুন হাদিস দুইটি পড়ি এবং চরিত্র গঠনের চেষ্টা করি

নিউজবাংলা: ৩১ অক্টোবর, শনিবার:

ঢাকা: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অপরকে হিংসা করো না, ধোকা দিও না, বিদ্বেষ পোষণ করো না। বরং সকলে আল্লাহর বান্দা এবং ভাই ভাই হয়ে যাও। এক মুসলমান অপর মুসলমানের ভাই। সে তার উপর জুলুম করে না। তাকে অপমান করে না, অবজ্ঞা করে না। তিনি তিনবার বুকের দিকে ইঙ্গিত করে বলেন, তাকওয়া(আল্লাহ্‌ ভীতি) হল এখানে। কোন ব্যক্তি খারাপ হবার জন্য তার কোন মুসলমান ভাইকে অবজ্ঞা করাই যথেষ্ট। এক মুসলমানের উপর অপর মুসলমানের জানমাল ও সম্মান সবই হারাম।(সহীহ মুসলিম, হাদিস নং-৬৩৫৮) “যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানী বা অন্য কোন বিষয়ে জুলুমের জন্য দায় থাকে, সে যেন আজই তার কাছ থেকে মাফ করায়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোনো দীনার বা দিরহাম থাকবে না। সে দিন তার কোনো সৎকর্ম থাকলে তার জুলুমের পরিমাণ তা তার নিকট থেকে নেওয়া হবে আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ থেকে নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে।” (সহীহ বুখারি (ইফা) | অধ্যায়ঃ ৩৮/ যুলম ও কিসাস |

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: যে কারণে মাশরাফির পরিবর্তে অধিনায়ক হচ্ছেন সাকিব
Next: রাজ্জাকের কালজয়ী চরিত্রে এবার মিশা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*