দুই মামলায় শওকত মাহমুদের জামিন

নিউজবাংলা: ০৪ নভেম্বর, বুধবার:

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। এছাড়া তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি আমির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ জামিন দেন। গত ১ ফেব্রুয়ারি মতিঝিল থানায় দায়ের করা দুই মামলায় হাইকোর্ট শওকত মাহমুদের এ জামিন মঞ্জুর করে। শওকত মাহমুদের আইনজীবী এম মাসুদ রানা সাংবাদিকদের বলেন, “শওকত মাহমুদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। চলতি বছর হরতাল-অবরোধ চলাকালে নাশকতা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ মামলাগুলো করে। এরপর রাজধানীর পান্থপথ থেকে ১৮ আগস্ট পুলিশ তাকে গ্রেফতার করে বিচারিক আদালতে হাজির করে। বর্তমানে তিনি কারাগারে আছেন।”

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের খবর নেই প্রবাসী প্রার্থীদের ঘুম নেই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*