Breaking News

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে সন্ত্রাস ও জংগিবাদ বিরুধী আলোচনা সভা

নিউজবাংলা: সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৬ ইং:

 আদিত্ব্য কামাল স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া, ভাদুঘর রিশিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরুধী প্রচারণা ক্র্মসূচী উদ্বোধনী অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য জনাব জেরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কর্মসূচি উদ্বোধন করেন  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান জনাব মো: জাহাঙ্গির আলম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মো: মহসীন মিয়া, উপজেলা  শিক্ষা অফিসার জনাব আব্দুস সামাদ আখন্দ, ১২নং  ওয়ার্ড কাউন্সিলর জনাব রফিকুল ইসলাম  নেহার, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ও এক সময়ের  তুখর ছাত্র নেতা জনাব এম, এ আউয়াল, উপদেষ্টা কমিটির অন্যতম  সদস্য জনাব আজিজুর রহমান বাচ্চু, ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফরিদ আহাম্মদ খান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আজিজুর রহমান কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র  বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেরিন সুলতানা, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মোস্তাফা জামিল মোল্লা ও গীতা পাঠ করেন সহকারী শিক্ষক রিপন চন্দ্র পাল।পরিচালনা করেন অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি জনাব মো: আবুল হাসান, সহযোগিতা করেন মোস্তাফা জামিল মোল্লা ।  উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জনাব হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক জনাব রাকিব ভূঁইয়া,  সাবেক কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, দিলিপ বর্মন, সর্দার প্রেমচান রিশি, মনোরঞ্জন রিশি, বিভিন্ন বিদ্যালয় হতে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ, বিদ্যালয়ের সকল শিক্ষক ছাত্র ছাত্রী, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।বক্তারা সকলকে  অনুরোধ করেন  নিজ নিজ পরিবার ও সমাজের প্রতি সুদৃষ্টি রাখার জন্য এবং এলাকায় অপরিচিত লোকজন ও ভাড়াটিয়াদের সঠিক তথ্য জানার। এছাড়া শিক্ষার্থীরা যেন নিরাপদে বিদ্যালয়ে এসে পড়া লেখা করতে পারে সমাজের সকলে মিলে দায়িত্ব পালন করতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাস, ইভটিজিং , চুর ও প্রতিষ্ঠানের ক্ষতি যারা করে তাদের বিরুদ্ধে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*