Breaking News

ভেদরগঞ্জে এসিড সন্ত্রাসের শিকার রাবেয়াকে দুধের গাভী প্রদান

নিউজবাংলা: ৮ আগষ্ট , সোমবার:

॥ এম. হারুন অর রশীদ, শরীয়তপুর সংবাদদাতা ॥
এসিড সন্ত্রাসের শিকার জেলার ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি ইউনিয়নের ইয়াকুব বেপারী কান্দি গ্রামের এতিম শিশু রাবেয়াকে একটি দুধের গাভী প্রদান করেছে ব্র্যাক।

ব্র্যাক এসিড সারভাইভার ফাউন্ডেশন এর আয়োজনে দাতা সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার শিশুটির বাড়ীতে প্রায় অর্ধ লক্ষ টাকা মূল্যের গাভীটি প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএম খালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীন শিক্ষক মোঃ জসিম উদ্দিন মাদবর। সাংবাদিক এম. হারুন অর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ জিয়া উদ্দিন আহম্মেদ। বক্তব্য রাখেন, ব্র্যাক এসিড সারভাইভার ফাউন্ডেশনের প্রতিনিধি মুক্তা দাস, ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচী প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক সমীন্দ্রনাথ মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক মজিবুর রহমান, স্থানীয় ইউপি মেম্বার সুরুজ মিয়া ঢালী সহ সংরক্ষিত মহিলা মেম্বার, স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত বছর ডিসেম্বর মাসে রাবেয়া নানার বাড়ী বিয়ের অনুষ্ঠানে গিয়ে এসিড সন্ত্রাসের শিকার হন। ঢাকায় আর্থিক অভাবে যখন তার চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছিল। তখন সংবাদ পত্রের প্রকাশিত সংবাদের ভিত্তিতে ব্র্যাক এসিড সারভাইভার ফাউন্ডেশন তার সকল চিকিৎসার দায়িত্ব গ্রহন করে। দীর্ঘ প্রায় ৮ মাস চিকিৎসার পরে সম্পূর্নরূপে সুস্থ্য হয়ে বাড়ীর ফেরার পরে আয় বৃদ্ধি মূলক সহায়তা হিসেবে দুগ্ধবতী এ গাভীটি তুলে দেওয়া প্রদান করা হয়।

নিউজবাংলা/ একে    

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*