যুক্তরাষ্ট্রের সতর্কতা জারির পেছনে চক্রান্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Posted by: নিউজ ডেস্ক in রাজনীতি 62 Views
নিউজবাংলা: ১৮ অক্টোবর, রোববার:
ঢাকা: বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের চলাচলের ওপর যুক্তরাষ্ট্র সরকারের নতুন করে সতর্কতা জারির পেছনে চক্রান্ত রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। আসাদুজ্জামান খান কামাল বলেন, এটি একটি চক্রান্ত। আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট করেই বলেছেন, এগুলি কেন হচ্ছে এবং কারা কারা জড়িত। এদিকে মহাখালীতে ব্র্যাক সেন্টারে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সতর্কবার্তা দেয়নি। আগের বার্তাটাই শুধু নবায়ন করেছে। বার্নিকাট বলেন, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশ বাহিনী যে সহযোগিতা করছে তা সত্যিই সন্তোষজনক। প্রসঙ্গত, গতকাল ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্র নতুন সতর্কতা জারি করে। মধ্যরাতে দূতাবাসের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়- বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে। এক্ষেত্রে বিশেষভাবে হামলার স্থান হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক হোটেলগুলোতে আয়োজিত পশ্চিমা নাগরিকদের ভীড়ে এ হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় । বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর একজন ইতালীয় এবং ৪ অক্টোবর একজন জাপানী নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে ‘আইএসআইএল’। ভবিষ্যতেও মার্কিন নাগরিকসহ পশ্চিমাদের ওপর হামলা হতে পারে।
নিউজবাংলা/একে
২০১৫-১০-১৮
-
tweet
-
-
-
-
-