Breaking News
  • ছত্রিশ গ্রামে ‘নৌকা’র সমর্থনে উঠান বৈঠকে আমির আলী..এলাকার উন্নয়নই হবে আমার প্রধান কাজ
  • রাণীনগরে ডাকাতির ঘটনায় আরো দু’জন গ্রেফতার : মালা-মাল উদ্ধার
  • আন্দোলন করতে গেলে মরতে হবে, মেনেই নামতে হবে : গয়েশ্বর
  • কনে দেখতে গিয়ে বরসহ হাসপাতালে ২৬ জন
  • দুই দেশের মিলন মেলা বাধা শুধু কাটাতরের বেড়া

রাবিতে চলচ্চিত্র ‘কাটুস কুটুস’ প্রদর্শনী শুরু

নিউজবাংলা: ০৪ এপ্রিল,  সোমবার:

উজ্জ্বল হোসেন,রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ রোববার থেকে দুইদিনব্যাপী ‘কাটুস কুটুস’ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু হচ্ছে।

শুভাশীষ রায় পরিচালিত এই চলচ্চিত্রটি  রোববার ও সোমবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রদর্শন হবে।

আয়োজক সূত্রে জানা যায়, রোববার ও সোমবারে মোট ছয়টি প্রদর্শনী হবে। রোববার প্রথম শো শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে, এরপর বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা ৬টায় চলচ্চিত্রটি দেখানো হবে। দ্বিতীয় দিন সোমবার দুপুর ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় কাটুস কুটুস-এর প্রদর্শন হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমগীত সংস্কৃতি প্রাঙ্গনের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করছে চলচ্চিত্রবিষয়ক সংগঠন ডাকঘর। ডাকঘর এর সভাপতি আশিকুর রহমান রিমেল বলেন, ‘এই চলচ্চিত্র প্রদর্শনী থেকে যে টাকা পাওয়া যাবে তা একমাত্রা সোসাইটির মাধ্যমে পথ শিশুদের দেওয়া হবে। ডাকঘর সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে চলচ্চিত্রকে বেছে নিয়েছে। এজন্যই আমরা চলচ্চিত্রকে জানা, বানানো ও প্রদর্শন করে থাকি।’

তিনি আরো বলেন, তাই স্বাধীন, বিকল্পধারা কোনো নির্মাতা চলচ্চিত্র বানিয়ে থাকলে আমরা তা প্রদর্শনে সাহায্য করে থাকি। এরই অংশ হিসেবে আমরা ‘কাটুস কুটুস’ চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করছি।’#

নিউজবাংলা/ একে        

 

Share This:

Comments

comments

Previous: পঞ্চম বর্ষে পদার্পন করল যুগধারা
Next: টাঙ্গাইলের বাসাইল পৌর শহরের প্রধান সড়কে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*