Breaking News
  • ছত্রিশ গ্রামে ‘নৌকা’র সমর্থনে উঠান বৈঠকে আমির আলী..এলাকার উন্নয়নই হবে আমার প্রধান কাজ
  • রাণীনগরে ডাকাতির ঘটনায় আরো দু’জন গ্রেফতার : মালা-মাল উদ্ধার
  • আন্দোলন করতে গেলে মরতে হবে, মেনেই নামতে হবে : গয়েশ্বর
  • কনে দেখতে গিয়ে বরসহ হাসপাতালে ২৬ জন
  • দুই দেশের মিলন মেলা বাধা শুধু কাটাতরের বেড়া

রাবিতে সঙ্গীত বিভাগের আন্তর্জাতিক সেমিনার শুরু ১৬ মার্চ

নিউজবাংলা: ১০ মার্চ, বৃহস্পতিবার:

উজ্জ্বল হোসনে, রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১৬-১৮ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টায় সঙ্গীত বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি ড. অসিত রায় এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ মার্চ বুধবার সকাল ১০টায় তিনদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনের উদ্বোধন করবেন উচ্চাঙ্গ সঙ্গীতের কিংবদন্তী অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায়, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন।

এসময় আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে তিনদিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন দুপুর ১২টায় সেমিনারে ‘ইমবোডিমেন্ট এন্ড এমবিভ্যালেন্স : ইমোশন ইন সাউথ এশিয়ান মুহারাম ড্রামিং’ শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রফেসর কেন্ট উলফ। এখানে বাংলাদেশের সঙ্গীত গবেষক প্রফেসর ড. করুণাময় গোস্বামী সভাপতিত্বে আলোচক থাকবেন, লুভা নাহিদ চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক প্রফেসর ড. ঋত্বিক সান্যাল, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক এবং মি. জন থর্প যুক্তরাষ্ট্রের বিশিষ্ট পিয়ানো বাদক।

 দ্বিতীয় দিনের সেমিনারে ‘বাঙালির আত্মপরিচয় : রাগ সঙ্গীত’ শিরোনামে প্রবন্ধ পাঠ করবেন সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ ম-ল এবং তৃতীয় দিনের সেমিনারে ‘ইন্ডিয়ান রাগা এন্ড ওয়েস্টার্ন আর্ট মিউজিক : দ্য মিউজিক অব এসথেটিক ভিউ পয়েন্ট’ শীষক প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ঋত্বিক সান্যাল। তিনদিনব্যাপী এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ ম-ল, সহকারী অধ্যাপক ড. দীন বন্ধু পাল, শায়লা তাসনিম, সলোক হোসনে, প্রভাষক পারমিতা হক প্রমুখ।

নিউজবাংলা/একে

 

Share This:

Comments

comments

Previous: আত্রাইয়ে জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস পালিত
Next: বাসাইলে কাশিল ইউনিয়ন যুবদলের কমিটি গঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*