নিউজবাংলা: ২১ অক্টোবর, বুধবার:
নিউজবাংলা ডেস্ক: জেলার গজারিয়ায় মাথা না ভিজিয়ে ২৪ ঘন্টার একক সাঁতারে নেমেছেন মো. হাফিজ আহমেদ বুলু নামের এক সাঁতারু।
মঙ্গলবার বেলা ৩টা থেকে বুধবার বিকাল ৩টা পর্যন্ত সাঁতার কাটার জন্য রসুলপুরের ফুলদী নদীতে নামেন।
এসময় সাঁতার প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস মাননীয় সংসদ সদস্য মুন্সীগঞ্জ-৩। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যার রেফায়েত উল্লাহ খান তোতা, গজারিয়া থানা অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভুঞা প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা বিলকিস। অনুষ্ঠানের আয়োজন করেন গজারিয়া উপজেলা প্রশাসন সহায়তায় ছিলেন হোসেন্দেী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার মনিরুল হক মিঠু।
বুলুর এই অসাধারণ সাঁতার দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতা নদীর পাড়ে ভিড় জমায়। প্রতি বছরের মত পানিতে মাথা না ভিজিয়ে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে নিরলস পরিশ্রম করছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে গত বছর তিনি মাথা না ভিজিয়ে নারায়নগঞ্জ থেকে চাঁদপুর পর্যন্ত নদী সাতরিয়ে যায় বলে জানা গেছে।
নিউজবাংলা/একে
Comments
comments