নিউজবাংলা: সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৬ ইং:
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ॥
বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় নির্দেশিত সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ৩ অক্টোবর আয়োজন করতে বলা হয়। তারই অংশ হিসেবে শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতে ঈশ্বরদীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তাদের মধ্যে উল্লেখযোগ্য ঈশ্বরদী সরকারী কলেজ,ঈশ্বরদী মহিলা কলেজ,সাড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজ,ছলিমপুর কলেজ, বাঁশেরবাদা কলেজ, ঈধ্বরদী বালিকা উচ্চ বিদ্যালয়,আলহাজ্ব ভোকেশনাল কারিগরী ইনষ্টিটিউট ,চরকুরৃ“লিয়া উচ্চ বিদ্য্যালয়,সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যলয়, মিরকামারী আদর্শ আলিম মাদরাসা, চরমিরকামারী মাথালপাড়া মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একই কর্মসূচী পালিত হয়।
এই কর্মসূচীর অংশ হিসেবে আজ সকাল ১১টায় ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে কলেজের ১১১ নং কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় বক্তব্য প্রদান করেন অধ্যাপক স্বপন কুমার কুন্ড,প্রভাষক মতিয়ার রহমান,আব্দুল বাতেন, একে আজাদ,জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন।
নিউজবাংলা/একে
Comments
comments