Breaking News

বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন: ডায়াবেটিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল নভো নরডিস্ক

নিউজবাংলা- ১৪ নভেম্বর,শনিবার:

ঢাকা: ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নভো নরডিস্ক নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুখকর জীবনযাপনের জন্য স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলায় সচেতনতা বৃদ্ধি করা।

দিবসটি উপলক্ষে বিশ্বের সর্ববৃহৎ ইনসুলিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান নভো নরডিস্কের অংশগ্রহণে দেশজুড়ে ৮০টি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ডায়াবেটিক সংগঠনের সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এই দিবসটি উদযাপন করে।

সকালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং নভো নরডিস্ক আয়োজিত একটি বর্ণাঢ্য র‌্যালি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়। দেশের খ্যাতিমান স্বাস্থ্য বিশেষজ্ঞ, ডায়াবেটিক রোগী, নভো নরডিস্কের কর্মীসহ অসংখ্য মানুষ র‌্যালিটিতে অংশগ্রহণ করেন।

র‌্যালির উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেক্রেটারি জেনারেল এম সায়েফ উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর এআর খান এবং বারডেম হসপিটালের ডিরেক্টর জেনারেল প্রফেসর নাজমুন নাহার। একই সময়ে দেশের অন্যান্য শহরের র‌্যালিগুলোর নেতৃত্ব দেন স্থানীয় ডায়াবেটিস সংগঠনের সদস্যরা এবং তাতে অংশগ্রহন করেন অ্যান্ডোক্রাইনোলোজিস্ট অথবা ডায়াবেটোলোজিস্টস।

জাদুঘরের সামনে থেকে শুরু হওয়া র‌্যালি শেষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেক্রেটারি জেনারেল এম সায়েফ উদ্দিন বলেন, ‘ডায়াবেটিস ভয়াবহ পর্যায়ে পৌঁছার পূর্বেই আমাদের এর বিরুদ্ধে সক্রিয় অবস্থানে যেতে হবে।’

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর এআর খান বলেন, ‘যদি প্রাথমিক অবস্থায় ডায়াবেটিস সনাক্ত করা না যায় তাহলে তা চোখ, কিডনি, পা, নার্ভ এবং হার্টকে আক্রান্ত করে।’

বারডেম হসপিটালের ডিরেক্টর জেনারেল প্রফেসর নাজমুন নাহার বলেন, ‘অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের কারণে মানুষের ডায়াবেটিস আক্রান্তের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়।’

ময়মনসিংহের স্থানীয় ডায়াবেটিস সংগঠন এবং অ্যান্ডোক্রাইনোলোজিস্টের উপস্থিতিতে নভো নরডিস্কের ব্যবস্থাপনা পরিচালক এ রাজন কুমার বলেন, ‘ডায়াবেটিসের ঝুঁকি বিশ্ব স্বাস্থ্যসেবায় অন্যতম চ্যালেঞ্জ।’

নভো নরডিস্কের হেড অব মার্কেটিং মোহাম্মদ সাইফুল বলেন, ‘বিশ্ব ডায়াবেটিস দিবসে আমাদের সচেতনতামূলক কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো- ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং সুশৃংখল জীবনযাপনের ওপর গুরুত্বারোপ।’

ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফাউন্ডেশন (আইডিএফ) বলছে, বর্তমানে সারা দুনিয়ায় ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্য ৪১৫ মিলিয়ন। এই সংখ্যা ২০১৪ সালে ছিল ৩৮৭ মিলিয়ন। আক্রান্তের এই সংখ্যা ২০৪০ সালে ৬৪২ মিলিয়নে পৌঁছতে পারে। ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে বিশ্বের এমণ ১০টি দেশের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। এদেশের ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা ৭.১ মিলিয়ন। ২০১৪ সালে এই সংখ্যা ছিল ৫.৯ মিলিয়ন।

নভো নরডিস্ক সম্পর্কে

ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান নভো নরডিস্ক ৯০ বছর ধরে ডায়াবেটিস স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি হেমোফিলিয়া কেয়ার, গ্রোথ হরমোন থেরাপি এবং হরমোন রিশ্লেসমেন্ট থেরাপিতে বিশ্বের অন্য প্রতিষ্ঠানগুলোর তুলনায় এগিয়ে আছে। তাদের উদ্ভাবিত ওষুধ বিশ্বের ১৮০টি দেশে সরবরাহ করা হচ্ছে। ৭৫টি দেশে তাদের ৪১ হাজার ৪৫০জন কর্মী কাজ করছেন। ওয়েবসাইট : novonordisk.com

আরো তথ্যের জন্য যোগাযোগ করুন, ড. মোহাম্মদ সাইফুল, হেড অব মার্কেটিং, নভো নরডিস্ক, +৮৮০১৯৩৪৭৭০০৭৭।

নিউজবাংলা/একে/প্রেস বিজ্ঞপ্তি

Share This:

Comments

comments

Previous: সৈয়দা সায়রা মহসীন বিনাপ্রতিদ্বন্ধিতায় এমপি নির্বাচিত
Next: রাজশাহীর চারঘাটে জমে উঠেছে শীতের পুরাতন কাপড় বিক্রি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*