নিউজবাংলা: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬:
বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
মোঃ সজীবুর রহমান খান দি ইন্সটিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আই.বি. বি) এর অধীনে ৮৩তম ব্যাংকিং ডিপ্লোমা চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহন করে সফলভাবে ডি.এ. আই.বি.বি(ডিপ্লোমিড এ্যাসোসিয়েট অব ইন্সটিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ) পাশ করেছেন।
ইহা ব্যাংকিং প্রফেশনাল ডিগ্রী, যা অর্জনের ফলে ব্যাংকিং ও অর্থলগ্নি প্রতিষ্ঠানের গুরুতত্ব তৈরী হয়। জানা যায়, শুধুমাত্র ব্যাংক ও অথলগ্নি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই পরীক্ষায় অংশ নিতে পারে।এর পূর্বে তিনি জে. এ. আই. বি. বি (Junior Associated of the Institute of Bankers,Bangladesh) পাস করেছেন। মোঃ সজীবুর রহমান খান বর্তমানে দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এ.বি ব্যাংক লিমিটেড এর কর্পোরেট হেড অফিসে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি ইন্টারন্যাশনাল পাবলিক এ্যাওয়ারনেস সেমিনার সহ একাধীক ব্যাংকিং প্রশিক্ষণে অংশগ্রহন করেছেন। তার লেখা ফিচার জাতীয় দৈনিক পত্রিকাসহ বিভিন্ন সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি স্কুল এবং কলেজ লেভেলে বিতর্ক, scouting,
অভিনয়ে অংশগ্রহণ করে বিভিন্ন পুরস্কারলাভ করেন।
উল্লেখ্য, মোঃ সজীবুর রহমান খান টাঙ্গাইলের বাসাইল পৌর শহরের ছাতা মসজিদ এলাকার মোঃ বজলুর রহমান খানের ছেলে।
নিউজবাংলা/একে
Comments
comments