Breaking News

সেরা ১০০ খেলোয়াড়ের তালিকা প্রকাশ, শীর্ষে রোনালদো

নিউজবাংলা: ০২ জুন, বৃহস্পতিবার:

ঢাকা : পারিশ্রমিক, বিভিন্ন খাত থেকে আয়, ফেসবুক ও টুইটারে জনপ্রিয়তা ইত্যাদি বিবেচনায় এনে বর্তমান বিশ্বের সেরা ১০০ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন। সেখানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় নির্বাচিত হলেন রিয়াল মাদ্রিদ পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। এ তালিকায় মাত্র দুজন ক্রিকেটারই ঠাই পেয়েছেন। বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনি।

 

তালিকাতে আমেরিকান ফুটবল, বেসবল এবং বাস্কেটবল তারকাদের জয়জয়াকার। অবশ্য সবাইকে পেছনে ফেলে ১ নম্বর জায়গা করে নিয়েছেন ফুটবলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া পর্তুগিজ অধিনায়ক রোনালদো।

দ্বিতীয় অবস্থানে আমেরিকান বাস্কেটবল তারকা লিব্রন জেমস রয়েছেন। তবে পরের দুটি স্থানে রয়েছেন যথাক্রমে বার্সেলোনার লিওনেল মেসি ও নেইমার।

ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ৮ নম্বরে। মহেন্দ্র সিং ধোনির স্থান হয়েছে ১৩ নম্বরে। টেনিস তারকা সানিয়া মির্জা তালিকায় রয়েছেন ৪১ নম্বরে। ৫ ও ১০ নম্বরে রয়েছে যথাক্রমে রজার ফেদেরার ও রাফায়েল নাদাল।

আমেরিকান গলফার টাইগার উডস রয়েছেন ৭ নম্বরে। ৬-এ রয়েছেন আরেক বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট। ৯-এ রয়েছেন কলম্বিয়ান ফুটবলার জেমস রদ্রিগেজ।

 

নিউজবাংলা/ একে         

Share This:

Comments

comments

Previous: খালেদার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানি ২৩ জুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*