Breaking News
  • কারিগরি শিক্ষা-প্রশিক্ষণ গ্রহণের পর বেকার নেই…শিক্ষামন্ত্রী
  • গোলাপি একটা কিছু ক, ইসিকে সুরঞ্জিত সেনগুপ্ত
  • ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আ’লীগ সমর্থিত ৯, আ’লীগ বিদ্রোহী ২ জন চেয়ারম্যান পদে নির্বাচিত
  • কসবা ও আখাউড়ায় আইনমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২০ হাজার কলম বিতরণ
  • ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পুলিশ জনগণের পারস্পারিক সহযোগীতার মাধ্যমে সকল ধরণের ফৌজদারি অপরাধ দমন করা সম্ভব…পুলিশ সুপার নওগাঁ

নিউজবাংলা: ১৯ মার্চ, শনিবার:

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা :

নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম বলেছেন, পুলিশ ও জনগণ আন্তরিক ভাবে পারস্পারিক সহযোগীতার মাধ্যমে সন্ত্রাস, নাশকতা, মাদক ব্যবসায়ী, নারী নির্যাতন, ইভটিজিং সহ সকল ধরণের ফৌজদারি অপরাধ দমন ও প্রতিরোধ করা খুব সহজ হবে।

আর এই জন্য জনতা ও পুলিশের মাঝে বন্ধুত্ব মূলক সর্ম্পক গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের অব্যহত উন্নয়ের অগ্রগতির ধারা বজায় রাখতে যে কোন মূল্যে এই ধরণের সমস্যা সমাধানে সবাইকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। আগামী ইউপি নির্বাচন শতভাগ অবাদ, সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে নওগাঁ থেকে মাদক সন্ত্রাস দূর করার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স দেখানো হবে। গতকাল শুক্রবার বিকেলে রাণীনগরের কাশিমপুর ইউপি’র ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় মাঠে রাণীনগর থানাপুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং’ মতবিনিময় সভায় “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আব্দুল্লাহিল জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন প্রাং, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকলেছুর রহমান বাবু, একডালা ইউপি চেয়ারম্যান মোঃ মোসারব হোসেন, সাইদুর রহমান বাঘা, কাশিমপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অরুন বোস প্রমুখ।#

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*