Breaking News
  • ছত্রিশ গ্রামে ‘নৌকা’র সমর্থনে উঠান বৈঠকে আমির আলী..এলাকার উন্নয়নই হবে আমার প্রধান কাজ
  • রাণীনগরে ডাকাতির ঘটনায় আরো দু’জন গ্রেফতার : মালা-মাল উদ্ধার
  • আন্দোলন করতে গেলে মরতে হবে, মেনেই নামতে হবে : গয়েশ্বর
  • কনে দেখতে গিয়ে বরসহ হাসপাতালে ২৬ জন
  • দুই দেশের মিলন মেলা বাধা শুধু কাটাতরের বেড়া

আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন পালন করল বাংলা বর্ষবরণ উৎসব ১৪২৩

নিউজবাংলা: ১৪ এপ্রিল,  বৃহস্পতিবার:
মোঃ রুহুল আমীন, আত্রাই(নওগাঁ প্রতিনিধি.
নানা আয়োজনের মধ্য দিয়ে আত্রাইয়ে বাংলা বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আট টায় এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান সভাপতি অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ সভায় অংশ গ্রহণ করে।
শোভাযাত্রায় বর-কনে  কৃষক কৃষানিসহ বিভিন্ন ধরনের গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক-সাংস্কৃতি সংগঠনগুলো পৃথক পৃথক র‌্যালি বের করে। উপজেলার আহসানগঞ্জ বান্দাইখাড়াসহ বিভিন্ন জায়গায় বৈশাখী উদযাপন উপলক্ষে পান্তা উৎসবের আয়োজন করা হয়।

নিউজবাংলা/ একে        

 

Share This:

Comments

comments

Next: বাসাইলে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*