জনগণ ঐক্যবদ্ধ হলে জঙ্গির ‘জ’ থাকবে না: আশরাফ

নিউজবাংলা: ৩১ জুলাই, রোববার:

ঢাকা : রিও অলিম্পিকে অংশগ্রহণের লক্ষ্যে সবার আগে বাংলাদেশ ছাড়ছে শুটিং দল। একজন কোচসহ ওয়াইর্ল্ড কার্ড পাওয়া শুটার আবদুল্লা হেল বাকী রবিবার সকালে উড়াল দেবেন রিও’র উদ্দেশ্যে।

আগামী ৫ আগস্ট ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে শুরু হচ্ছে অলিম্পিকের ৩১তম আসর। এবারের অলিম্পিকে অংশ নিচ্ছে বাংলাদেশের সাত ক্রীড়াবিদ।

গেমসে ১০ মিটার এয়ার রাইফেলসে অংশ নেবেন বাকী। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে রূপা জয়ী এই শুটার অলিম্পিকেও ভালো করার প্রত্যয় ঘোষণা করেছেন। বাকীর সেরা স্কোর ৬২৭ থেকে ৬২৮। ক’দিন আগে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬২২.৮ স্কোর করে তিনি ৩০তম স্থান লাভ করেছিলেন।

নিউজবাংলা/ একে         

Share This:

Comments

comments

Next: বাসাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*