Breaking News

দেশে ফিরলে খালেদাকে স্বাগত জানাব: তথ্যমন্ত্রী

নিউজবাংলা- ১৬ নভেম্বর, সোমবার:

ঢাকা : দেশে ফিরলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।

সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

যেহেতু খালেদা জিয়াকে সন্ত্রাসী নেত্রী বলছেন, তাহলে তাঁকে দেশে ফিরতে বাধা দেবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে আসতে কোনো বাধা দেব না, স্বাগত জানাব। কারণ, বাংলাদেশি নাগরিকদের দেশে আসাই বাঞ্ছনীয়।’

বিএনপি নেতা মওদুদ আহমদের দেওয়া ঐক্যের ডাক প্রত্যাখ্যান করে তথ্যমন্ত্রী বলেন, ‘এই বক্তব্যের মধ্য দিয়েই তিনি বিএনপির সঙ্গে জামায়াত-জঙ্গিবাদ-মৌলবাদের রাজনৈতিক সন্ধিকে হালাল করতে চাইছেন। হালাল করার এই দর-কষাকষির হাতিয়ার বানানোর অপচেষ্টাও সফল হবে না।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রশ্নে মাঝেমধ্যেই পশ্চিমা বিশ্ব দ্বৈতনীতি গ্রহণ করে থাকে।

নীতিমালার আগেই অনলাইন গণমাধ্যমের নিবন্ধন কার্যক্রম শুরু করার ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, ‘অনলাইন গণমাধ্যমে যাতে শৃঙ্খলা ও পবিত্রতা থাকে, সে জন্যই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*