পে-স্কেলের জিও প্রকাশ চলতি মাসেই

নিউজবাংলা: ১৮ অক্টোবর, রবিবার:

সিলেটে: নতুন বেতনকাঠামোর জিও (সরকারি আদেশ) জারির ড্রাফটিংয়ের কাজ চলছে। এ মাসের শেষ সপ্তাহে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

শনিবার সিলেটে আরবান কমিউনিটি স্বেচ্ছাসেবকদের জাম্বুরি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী জানান, ঘোষিত নতুন বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় বিবেচনা করা হচ্ছে। বেতন কাঠামোতে ফিক্সিংয়ের কাজ টেকনিক্যাল এক্সপার্টরা করে যাচ্ছেন।

এম এ মান্নান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন ও পদমর্যাদার বৈষম্যের বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা হবে।

তিনি বলেন, এটা তেমন কোনো সমস্যা নয়, কিছু সমন্বয়ের প্রশ্ন আছে। এটা থাকবে না। শিগগির এর সমাধান হবে।

তিন দিনব্যাপী জাম্বুরি অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।

অনুষ্ঠানে তিনি বলেন, সারাদেশে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। কিন্তু দুর্যোগের জন্য ঝুঁকিপ্রবণ এলাকা হওয়া সত্ত্বেও সিলেটে এখনো আশানুরূপ স্বেচ্ছাসেবক তৈরি করা যায়নি। তরুণরা এগিয়ে এলে বাংলাদেশ যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষম।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়োজনে ভারপ্রাপ্ত মহাপরিচালক আনিস মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

নিউজবাংলা/একে

Next: র্যাম্পে দিপীকার মাস্তানি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*