নিউজবাংলা, ৮ অক্টোবর শনিবার:
নিউজবাংলা ডেক্স:
বেশ কয়েকদিন ধরেই ফেসবুকে এক ধরনের ভাইরাস ঘুরছে । ভিডিও আইকনের মতো সরাসরি আপনার টাইম লাইনে বা চ্যাট বক্সে চলে আসে ।
ভুল করে ক্লিক করে ফেললেই আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য চুরি করে নিচ্ছে। এমনকি সেই একই ভাইরাসটি আপনার বন্ধুদের ইনবক্সে চলে যাচ্ছে। তারা না বুঝে সেটিতে ক্লিক করলে ছড়িয়ে পড়ছে সবখানে।
এই ভাইরাস আপনার ছবি, প্রোফাইল পিকচার ব্যবহার করে থাকে । পাশাপাশি আপনার ছবিতে অটোম্যাটিকালি বন্ধুদের ট্যাগ করে দেয়। আপনি এই ভিডিও ক্লিক করা মাত্র ভাইরাস আপনার ফেন্ডলিস্ট স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করে নেয় । এরপর ওই একই ধরনের লিঙ্ক আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের পাঠাতে থাকে । না বুঝে যদি আপনিও এরকম কোনও ভিডিওতে ক্লিক করে ফেলেন তাহলে ভাইরাস থেকে বাঁচার রয়েছে কয়েকটি উপায়। জেনে নিন সেগুলো।
১. আপনার টাইম লাইনে এরকম কোনও ভিডিও আপনি যদি দেখে থাকেন সেটা ডিলিট করে দিন সঙ্গে সঙ্গে। ভাইরাসটি ইনবক্সে আসলে ভুলেও সেটিতে ক্লিক করবেন না, কিংবা ওপেন করবেন না।
২. অ্যাক্টিভিটি লগে গিয়ে সমস্ত পোস্ট ডিলিট করে দিন।
৩. যে অ্যাপস আপনি ডাইনলোড করেননি সেগুলি আপনার মোবাইল থেকে ডিলিট করে দিন।
৪. ব্রাউজারকে ক্লিয়ার করে দিন ৷ Cache, Cookies ক্লিয়ার করুন ৷ পাশাপাশি সমস্ত হিস্ট্রিও ডিলিট করে দিন ৷
৫. ডেস্কটপে অ্যান্টিভাইরাস লোড করে সেটা দিয়ে স্ক্যান করুন।
৬. এই ভাইরাস আপনাকে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন পেজের অ্যাডমিন বানাবে। ওসব অ্যাডমিন থেকে নিজেকে রিমুভ করুন।
নিউজবাংলা/একে
Comments
comments