Breaking News
  • নিহতদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
  • বাসাইলে গরীব দুঃখীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • নাটোরের নলডাঙ্গায় বজ্রপাতে কৃষক নিহত
  • ইলিয়াস আলীকে ফিরে পেতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই…..দিলদার হোসেন সেলিম
  • বিশ্বনাথে মুক্তিযোদ্ধাদের মাঝে শফিক চৌধুরী’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

বঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়ন করাই আ’লীগের প্রধান কাজ

নিউজবাংলা: ২৯ জুন, বুধবার:

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ‘হত্যা-ঘুমের’ রাজনীতিতে বিশ্বাসী নয়। বঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়ন করাই আওয়ামী লীগের প্রধান কাজ।

তাই যখনই আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, তখনই সমভাবে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। খালেদা জিয়ার নির্দেশে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, ৭১’র যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মানুষের সম্পদ পুড়ানো হয়েছে। তিনি আরোও বলেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ’সহ সকলখ্যাতে ব্যাপক হারে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। যা অন্য কোন সরকারের আমলে সম্ভব হয়নি।

তিনি মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিম। সভায় বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফয়জুল হকের নেতৃত্বে ‘বিএনপি ও অঙ্গসংগঠন’ থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের পুনঃনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন চৌধুরী।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, সাবেক আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, সাবেক শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল জলিল জালাল, জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ। সভাশেষে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাশহুদুর কবীর, সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রান সম্পাদক ফজলু মিয়া, স্বাস্থ্য সম্পাদক ডাঃ শাহনুর হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছুফি সামছুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আনোয়ার মিয়া, অতুল দেব, আবুল কালাম ফনিক, আবদুল মোমিন, হাজী আরিফুল্লাহ সিতাব, দেলোয়ার হোসেন রুপন, শংকর চন্দ্র ধর, আবদুল আজিজ, তফজ্জুল আলী, আকবর আলী, আব্দুল মতিন, মিজানুর রহমান মিজান, শাখাওয়াত হোসেন, জুনেদ আহমদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাংগঠনিক সম্পাদক হারান দেব, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, যুবলীগ নেতা জহুর আলী, নিজাম উদ্দিন, আব্দুর রউফ, ইকবাল হোসেন শাহীন, সঞ্চিত আচার্য্য, তাজুল ইসলাম, দবির মিয়া, রাসেল আহমদ, নজরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাহফুজুর রহমান দুলু, যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম, সদস্য অপু চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, সদস্য সায়েদ আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমদ খান, ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ জয়, উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি বদরুল ইসলাম মহসিন, উপজেলা তরুণ পার্টির সাধারণ সম্পাদক আবদুল বাতিন প্রমুখ।

 

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*