বাংলাদেশ নিয়ে যা বললেন মিষ্টি নায়িকা শ্রাবন্তী

নিউজবাংলা: ৩০ জুলাই, শনিবার:

ঢাকা : ঢাকাই চলচ্চিত্রে এবারই প্রথম অভিনয় করেছেন টালিগঞ্জের মিষ্টি নায়িকা শ্রাবন্তী। শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি হয়ে করেন ‘শিকার’ সিনেমা।

সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত। ছবির মহররত, শুটিং, প্রচারণার কাজে বেশ কয়েকবার ঢাকায় এসেছেন শ্রাবন্তী। থেকেছেন বেশ কিছুদিন।

আর এই কয়েকদিনেই বাঙালিরা তার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের মানুষের প্রশংসা করেছেন তিনি। বিশেষ করে এখানকার খাবারের প্রশংসায় পঞ্চমুখ শ্রাবন্তী।

ভারতীয় গণমাধ্যমে এবেলাকে দেয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, বাংলাদেশের কাজ করার ধরনটা আবার আলাদা। ওখানে গিয়ে কাজ করতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। এবার গিয়েই এত খেয়েছি! প্রচুর ইলিশ খেয়েছি। ওরা অনেক রকমের ভর্তা বানায়। চিংড়ির ভর্তা তো দারুণ খেতে!

তিনি বলেন, বাংলাদেশে আমার প্রচুর ভক্ত। ওরা সত্যিই বাংলা ছবি দেখে। যেটা কলকাতায় আমরা দেখতে পাই না। বাঙালি ছেলেমেয়েদের নাকি বাংলা ছবি দেখতে ইচ্ছে করে না! এদের উপর আমার ভীষণ রাগ হয়। বাংলাদেশে কিন্তু সকলে আগে বাংলা ছবি দেখে।

 

নিউজবাংলা/ একে         

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*