নিউজবাংলা: ২১ জুন,মঙ্গলবার:
বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে যাকাত প্রদান বিষয়ে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, পৌর মেয়র মজিবর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন-অর-রশিদ, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাসুদুর রহমান, মডেল কেয়ার টেকার আব্দুল জলিল মিয়া, উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ-ক্বারী রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত প্রশাসন ও কর্মকর্তাদের মাঝে তরজমাসহ পবিত্র কোরআন শরীফ (সৌজন্য কপি) বিতরণ করা হয়।
বাসাইলের স্বচ্ছল ও ধনবান মুসলমানদেরকে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের জন্য বিশেষভাবে আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিন ।
নিউজবাংলা/ একে
Comments
comments