Breaking News
  • স্কুল ছাত্রীকে নিয়ে উধাও অভিযোগ আমলে নিচ্ছে না পুলিশ
  • যেভাবে সাদিক খান হলেন লন্ডন মেয়র
  • নাটোরের নলডাঙ্গার পাঁচ ইউপিতেই আ.লীগ প্রার্থী বিজয়ী
  • ঝিনাইদহে জালভোট দেওয়ায় যুবকের কারাদন্ড !
  • লাহিড়ীতে মেসার্স লাহিড়ী ফিলিং স্টেশনের উদ্বোধন

বাসাইলে রোগীকল্যাণ সমিতির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নিউজবাংলা: ০৫ মে, বৃহস্পতিবার:

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের আওতায় বাসাইল উপজেলা রোগীকল্যাণ সমিতির উদ্যোগে ৫ মে (বৃহস্পতিবার) দুপুরে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত অসহায় ও দুস্থঃ রোগীদের মাঝে ঔষধ বিতরণ করা হয়।

 

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও রোগীকল্যাণ সমিতির সভাপতি ডাঃ শেফালী খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রোগীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, গণমাধ্যমকর্মী এনায়েত করিম বিজয় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৩ সাল থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত মাত্র ৫৯জন রোগী সহায়তা পায়। পাইলট প্রজেক্ট গ্রহণের পরে ২০১৫ সালের নভেম্বর মাস থেকে ২০১৬ সালের এপ্রিল মাস পর্যন্ত ১৩৩ জন রোগী এ সেবার আওতায় আসে।  বর্তমানে ইনডোরে ভর্তিকৃত সকল অসহায় ও দুস্থঃ রোগী এ সেবা পাচ্ছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুনুর রশীদ রোগীকল্যাণ সমিতিতে সমাজের বিত্তশালীদের সমিতির আজীবন সদস্যপদ গ্রহণ করে গরিব, অসহায় ও দুস্থঃ রোগীদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*