Breaking News
  • স্কুল ছাত্রীকে নিয়ে উধাও অভিযোগ আমলে নিচ্ছে না পুলিশ
  • যেভাবে সাদিক খান হলেন লন্ডন মেয়র
  • নাটোরের নলডাঙ্গার পাঁচ ইউপিতেই আ.লীগ প্রার্থী বিজয়ী
  • ঝিনাইদহে জালভোট দেওয়ায় যুবকের কারাদন্ড !
  • লাহিড়ীতে মেসার্স লাহিড়ী ফিলিং স্টেশনের উদ্বোধন

বাসাইলে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিউজবাংলা: ০৫ মে, বৃহস্পতিবার:

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

৪ ও ৫ মে ( বুধবার ও বৃহস্পতিবার) ছিল আসন্ন পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই ও বাছাইয়ের দিন । যাচাই-বাছাইয়ের শেষদিনে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ৫ টি ইউনিয়নের বিভিন্ন পদে ৩৪০টি মনোনয়নপত্রের মধ্যে ঋণ খেলাপীর দায়ে  ১ জন সংরক্ষিত (মহিলা) সদস্য ও ২ জন সাধারণ সদস্যের মনোনয়নপত্র বাতিল করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা রেহনুমা নওরীন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাতিলকৃতদের মধ্যে রয়েছে কাউলজানী ইউনিয়নের ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী মোছাঃ গোলাপী বেগম ও ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ ফজলুর রহমান। গোলাপী বেগমের বিরুদ্ধে কৃষি ব্যাংক বাসাইল শাখার ৪ লাখ ২ হাজার ১শ ৬২ টাকা এবং ফজলুর রহমানের বিরুদ্ধে সোনালী ব্যাংক সখীপুর শাখার ১৩ লাখ ২১ হাজার ৭শ ৭৮ টাকার ঋণ খেলাপীর অভিযোগ রয়েছে। অপরদিকে কাঞ্চনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ খোকা মিয়া তার প্রস্তাবকারী ও সমর্থনকারী যাচাই-বাছাইয়ের সময় হাজির করতে অপারগতা প্রকাশ করায় তার মনোনয়নটি বাতিল করেন রিটার্নিং অফিসার ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম তালুকদার। এছাড়া বাকী মনোনয়নপত্র গুলো বৈধ বলে ঘোষিত হয়েছে। তফশিল অনুযায়ি মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীদের টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট আপিল করার সুযোগ রয়েছে ৬ ও ৭ মে পর্যন্ত। উক্ত আপিলের  শুনানি হবে ৯ থেকে ১১ মে পর্যন্ত। উপজেলার ৫টি ইউনিয়নের আগামী ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Next: মোবাইলে প্রেম অতঃপর গণধর্ষনের শিকার কিশোরী: গ্রেফতার ৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*