নিউজবাংলা: ২৩ জুলাই, শনিবার:
ঢাকা : গেল মৌসুমে রিয়াল মাদ্রিদে খেলেছিলেন জেমস রদ্রিগেজ। নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করতে পারেন জেমস রদ্রিগেজ এমন সংবাদ গেল সপ্তাহে বেশ জোরেশোরেই শোনা গেছে। তবে রিয়াল মাদ্রিদেই থাকার ইচ্ছাই পোষণ করলেন এই কলম্বিয়া ফুটবল সারথি।
আজ শুক্রবার স্পেনের জনপ্রিয় দৈনিক ‘মার্কার কাছে দেয়া এক সাক্ষাতকারে এমন আশাবাদ ব্যক্ত করেছেন রদ্রিগেজ। ‘রিয়ালেই থাকার স্বপ্ন দেখছি। আমি মনে করছি, রিয়ালেই আমি সফলতা পাবো। একটা ক্লাব আমাকে কিনতে ৮৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি রিয়াল ছাড়তে চাই না।’
এদিকে রদ্রিগেজকে সান্তিয়াগো বার্নাব্যু থেকে উড়িয়ে আনতে মোটা অংকের অর্থই গুনতে রাজি অল রেডসরা। স্প্যানিশ গণমাধ্যমেও এ নিয়ে চলছে নানা গুঞ্জন। কিছু সংবাদমাধ্যম বলছে, ৬৭ মিলিয়ন পাউন্ড থেকে শুরু করে ৮৮ মিলিয়ন পর্যন্ত দাম উঠতে পারে রদ্রিগেজের।
এর আগে ২০১৪ সালে ৬৩ মিলিয়ন পাউন্ড খরচায় রদ্রিগেজকে কিনে নেয় রিয়াল। কিন্তু দলের হয়ে আশানুরূপ পারফরম্যান্স না করায় বেশ সমালোচনার মুখে পড়তে হয় কলম্বিয়ান দলনেতাকে।
প্রসঙ্গত, রিয়ালের হয়ে ২৬ ম্যাচ থেকে মাত্র ৭টি গোল করেছেন রদ্রিগেজ। আর সতীর্থদের গোল করতে সহযোগিতা করেছেন ৮টি।
নিউজবাংলা/ একে
Comments
comments