Breaking News
  • নড়াইলে কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে দুই বখাটের কারাদন্ড
  • মায়ের প্রতিশ্রুতি রক্ষার্থে বাংলাদেশ সফরে ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর জেষ্ঠ্য পুত্র সংসদ সদস্য অভিজিৎ মুখার্জী
  • এপিবিএন এর ভেজাল বিরোধী অভিযান: রাজধানীর কাপ্তানবাজার এলাকায় নয়টি প্রতিষ্ঠান’কে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা
  • মুক্তিযোদ্ধারা বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান…..ইসরাফিল আলম এমপি
  • ঢাকায় খিলগাঁও পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত শরিফুল ইসলাম ওরফে মুকুল রানাকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

‘সন্ত্রাসবাদ দমনে সহযোগিতায় প্রস্তুত ভারত’

নিউজবাংলা: ১৯ জুন, রোববার:

ঢাকা : বাংলাদেশ চাইলে সন্ত্রাসবাদ দমনে যেকোনো ধরনের সহযোগিতায় ভারত প্রস্তুত আছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

 

রোববার দুপুরে রাজধানী ঢাকায় রামকৃষ্ণ মিশন পরিদর্শনের সময় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা একথা বলেন। হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘এখানকার কর্তৃপক্ষ শুধু ঢাকায় রামকৃষ্ণ মিশন নয়, বাংলাদেশের ৪০টি কেন্দ্রের লোকজনদের নিরাপত্তা দিতে সক্ষম। এ ব্যাপারে আমাদের আস্থা আছে। তবে হুমকির পরপরই পুলিশ ও বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে যে পদক্ষেপ নিয়েছে, তাতে আমরা কৃতজ্ঞ। কাজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতেও আমরা সন্তুষ্ট।’

ভারতীয় হাইকমিশনার বলেন, হুমকির ঘটনার পর থেকেই ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ
ও বাংলাদেশের সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন।

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Next: জিএসপি সুবিধা ফিরে পাচ্ছে বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*